ছন্দে বাংলাদেশ, টি-টোয়েন্টির প্রথম ম্যাচে হারাল নিউজিল্যান্ডকে

0
61

কবির হোসেন, নিউজ ফ্রন্টঃ

টি-টোয়েন্টি প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারালো বাংলাদেশ । বুধবার ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ড মাত্র ১৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৬০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শাকিব উল হাসান (২৫)। মুশফিকুর রহিম ১৬ ও মাহমুদুল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ।

NZ vs BAN
ছবি সৌজন্যেঃ এনডিটিভি

নিউজিল্যান্ডের হয়ে হেনরি নিকোলস ১৮ টম ল্যাথাম ১৮ রান করে, তাছাড়া কোনো কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি । প্রথম চার ওভারে চারজন ব্যাটসম্যানকে মাত্র নয় রানের মাথায় হারায় নিউজিল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্বে প্রস্তুতি হিসাবে এটাকে দেখা গেলেও নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দলকে বাংলাদেশ সফরে পাঠিয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

আরও পড়ুনঃ টোকিও প্যারালিম্পিক্সে তিনবারের বিশ্বরেকর্ড ভেঙে সোনা জয় সুমিত আন্তিলের

মোস্তাফিজুর রহমান ৩ নাসুম আহমেদ ২ ও মোহাম্মদ সাইফুদ্দিন ২ টো উইকেট পান। ম্যাচের সেরা শাকিব উল হাসান। উল্লেখ্য গত অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজের ধরাশায়ী করে। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের স্বপ্নের দৌড় অব্যাহত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে সিরিজ জিতে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের পূর্বে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে সাহায্য করে বলে ক্রিকেটমহলের ধারণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here