পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
গরু পাচার করতে গিয়ে বি এস এফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী গরু পাচারকারীর।পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম মহম্মদ জামেরুল।তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগা জেলায় তালডাঙ্গী গ্রামে।বি এস এফ ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,সোমবার গভীর রাতে এলাকায় সীমান্ত এলাকায় কিছু গরু পাচারকারী সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচার করার চেষ্টা করছিল।সেই সময় বি এস এফ বাধা দিলে বি এস এফের সাথে পাচারকারীদের খন্ড যুদ্ধ হয়।এরপর পাচারকারীদের রুখতে বি এস এফ গুলি চালায়।গুলি চালানোর ফলে একটি গুলি পাচারকারী মহম্মদ জামিরুলের বুকে লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনার পর থেকেই অন্যান্য পাচারকারীরা।পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি গরুও উদ্ধার করে বি এস এফ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে এই সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা গরু পাচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।সে বিষয়ে সক্রিয় ছিল সীমান্তরক্ষীরা।
আরও পড়ুন: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে কায়াকল্প প্রতিনিধি দল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584