হরষিত সিংহ,মালদহঃবৈধ্য কাগজপত্র না থাকায় অনুপ্রবেশকারী দুই বাংলাদেশীকে আটক করল বৈষ্ণবনগর থানার পুলিশ । ওই দুই বাংলাদেশীকে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায় কোনরকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে তারা মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানা এলাকায় প্রবেশ করেছিল । কাজের সন্ধানে তারা এই অনুপ্রবেশ করেছে। ধৃত ওই বাংলাদেশী নাম মোঃ ওয়াদুত মিয়া ও অনু মিয়া । এদের দুজনের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অন্তর্গত পাইপ পারা এলাকায়। গতকাল দুপুর বেলা বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভিরা এলাকায় পুলিশ টহল দেবার সময় ওই দুই বাংলাদেশীকে ঘুরতে দেখা যায় । পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে । তাদের কাছে কোন পাসপোর্ট দেখতে চাওয়া হলে তারা পুলিশকে দেখাতে পারেনি।অনু মিয়া জানান যে,তারা কাজের খোঁজ পেয়ে ভারতে ঢুকেছিল। শুধু তাই নয় লিঙ্কং ম্যান কে ৫০০ টাকা দেয়া হয়েছিল । কিন্তু তারা অনুপ্রবেশ করে কাজের সন্ধান না পাওয়ায় বিপদে পড়ে যায়। পুলিশ এই বিষয়ে আরকেও যুক্ত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584