ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
২০২১ এর ভোটে বাংলা দখলের শিকে ছেঁড়েনি বিজেপির কপালে, কিন্তু হার মানতে রাজি নয় গেরুয়া শিবির। একের পর এক ফেক ছবি, ফেক ভিডিও ছড়িয়ে তাদের দাবি ভয়াবহ সন্ত্রাস চালাচ্ছে শাসক দল। তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন রাজ্যজুড়ে। আর সেসব দাবি যে মিথ্যে তা প্রমাণও হচ্ছে কিছু সময়ের মধ্যে। কখনো উড়িষ্যার ছবি তো কখনো বর্ধমানের ভিডিও সারাদিন ধরে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ফেসবুকে, টুইটারে।
সালটরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এই চিত্রটি টুইট করেছেন।
এবারে দেশের সীমা ছাড়িয়ে একেবারে বাংলাদেশের ছবি নিয়ে এলেন বাংলার সন্ত্রাসে তাঁদের মহিলা কর্মী আক্রান্ত এই বলে। একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যাচ্ছে এক মহিলার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে।
দাবি করা হল তিনি বিজেপির কর্মী, তৃনমূলের গুণ্ডাদের হাতে আক্রান্ত তিনি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। কিন্তু না! সাফল্য এল না এবারেও। প্রাথমিকভাবে ছবিটি জনমানসে সাড়া জাগালেও ধরা পড়ে যায় কিছু সময় পেরোতেই।
On 3/11/2020, land robber Md: Rubel & his terrorist forces attacked a poor Hindu family at East Yugir Hat in Aman Bazar, Hathazari Police Station,Chittagong,Bangladesh.
Land robber Md: Rubel has been trying to occupy d victim's place for a long time.#HinduLivesMatterInBangladesh pic.twitter.com/9bHfWeCPPy— Raju Das 🇧🇩 (@RajuDas7777) November 4, 2020
আবারও alt news এর ফ্যাক্ট চেক জানা যায়, এটি আদতে বাংলার নয় বাংলাদেশের ছবি। ছবির মহিলার পরিবার জানান, একটি জমি সংক্রান্ত বিবাদে এমন অমানবিক ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাটি গত বছরের।
ভাইরাল ছবিটি বাংলাদেশ ভিত্তিক গণমাধ্যম দেশ1- এ প্রকাশিত
আরও পড়ুনঃ বাংলার ভোট পরবর্তী হিংসার ছবি বলে চালানো হচ্ছে বর্ধমানের রামনবমীর পুরনো ছবি
ছবির মহিলাকে নিজের কন্যা বলে চিহ্নিতও করেন রতন কুমার নাথ নামে এক ব্যক্তি, তিনিও জানান ঘটনাটি ঘটেছিল গত বছর তবে তা পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশে। বাংলাদেশের সংবাদমাধ্যমে সে ঘটনা প্রকাশিতও হয়েছিল। আর সবথেকে মজার বিষয় হল বিজেপি নেতা সুব্রমনিয়ন স্বামী, ৮ নভেম্বর ২০২০, ওই ছবি ব্যবহার করে একটি টুইটও করেছিলেন।
ছবিটি নিয়ে টুইট করেছিলেন সুব্রামানিয়ান স্বামী (সংবাদমাধ্যম ভারত সমাচারে প্রকাশিত)
ছবিতে তিনি লেখেন,” এবার ভারতীয় হিন্দুদের সুরক্ষা দিতে ভারত থেকে সেনা পাঠাতে হবে বাংলাদেশে।” নিজেদের দলের নেতার টুইট এই ঘটনায় সামনে আসায় কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584