পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূম জেলার বড়ো মাপের এক রাজনৈতিক নেতাকে হত্যা করার জন্য বাংলাদেশ থেকে দুষ্কৃতী এসে জড়ো হয়েছিল বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন এলাকায়। কিন্তু বীরভূম জেলা পুলিশের তৎপরতায় সেই দুষ্কৃতীদের পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেল।
ইতিমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে ছয় দুষ্কৃতীকে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে দুটি নাইন এম এম পিস্তল, দুটি সেভেন এম এম পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি, সাড়ে পাঁচ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে , মেদিনীপুরে সংশোধনাগারের একবন্দি বাংলাদেশের চারজন সুপারী কিলার নিয়োগ করে বীরভূমের কোন বড় রাজনৈতিক নেতাকে হত্যা করার জন্য। তাদের কাছে যে ধরনের অত্যাধুনিক অস্ত্র মজুত ছিল, তাতে বড়ো হামালার ছক কষেছিল বলে অনুমান পুলিশের।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে টোটোচালকদের বিক্ষোভ
বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচন, তাই বীরভূমে অস্থিরতা তৈরি করতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। যেহেতু গ্রেফতার হওয়া ৬ দুষ্কৃতীর মধ্যে চারজন বাংলাদেশি, তাই এই তদন্তের ভার দ্রুত স্পেশাল টাস্ক ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। তবে বীরভূমের কোন রাজনৈতিক নেতাকে খুন করার পরিকল্পনা নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল, সে বিষয়ে অবশ্য এখনও বীরভূম জেলা পুলিশ মুখ খোলেনি। তবে এই দুষ্কৃতীদের সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছিল সূত্র মারফত তা জানা যাচ্ছে।
আপাতত বীরভূম জেলা পুলিশের তদন্তে যা উঠে এসেছে তাতে মেদিনীপুরে সংশোধনাগারে থাকা কোন এক বন্দি এই সুপারি কিলারদের নিয়োগ করেছিল। বাকি আরও দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে বোলপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছে বীরভূম জেলা পুলিশ।
আরও পড়ুনঃ দলের পুনরুত্থান ঘটানোয় চ্যালেঞ্জ, তৃণমূলের নয়া জেলা কমিটির
কিভাবে ৪ বাংলাদেশি দুষ্কৃতী সীমানা পেরিয়ে বৈধ কাগজপত্র ছাড়া এ রাজ্যে প্রবেশ করল সেই নেটওয়ার্ক নিয়েও ধন্দে পুলিশ। বীরভূম জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, সমস্ত ছোট ছোট দিকগুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্তে আসা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584