নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ
মিডিয়ায় মাত্র যাত্রা শুরু হয়েছিলো। একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে নজর কাড়েন সবার। কিন্তু অঙ্কুরেই বিনাশ। বিকশিত হওয়ার আগেই ঝরে গেলেন বাংলাদেশের উঠতি মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস।
আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তরুণ এই মডেল।
আরও পড়ুনঃ ভারতের জুয়া চক্রের চার এজেন্ট গ্রেফতার বাংলাদেশে
লরেনের পরিবারের বরাত দিয়ে ঢাকার গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় তার মা ঘরে ছিলেন না। মৃত্যুর পর মেয়ের ঝুলন্ত মরদেহ নিচে নামান তার বাবা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আমিনুল ইসলাম জানান, লরেন মেন্ডেস স্বাধীনচেতা মানুষ ছিলেন। হুটহাট ঘরের বাইরে চলে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হতো প্রায়ই। সেই কারণ থেকে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
আরও পড়ুনঃ নেশার টানে রক্ষীদের ফাঁকি দিয়ে আসামির পলায়ন, ১০ ঘন্টা পর ধৃত
‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের এই বিজ্ঞাপনের মাধ্যমে এই টিনএজ অভিনেত্রী বেশ অল্প সময়েই পেয়েছিলেন পরিচিতি। ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। বিজ্ঞাপনের আগে ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমেই পরিচিত পান তিনি। আসেন আলোচনাতেও।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ। সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিং করছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584