নিজ বাসভূমের পথে বাংলাদেশী পূর্ণার্থীরা

0
79

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bangladeshi pilgrim back to own house
নিজস্ব চিত্র

অবশেষে নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশী পুর্ণার্থীরা। প্রতি বছরই এই একটি দিনের জন্য প্রায় দুই দিন ধরে ট্রেন যাত্রা করে মেদিনীপুরে আসেন হাজার হাজার বাংলাদেশী পুর্ণার্থীরা।তাদের বিশ্বাস এই মেদিনীপুরের মাটিতে পা রাখলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ন হবে।

bangladeshi pilgrim back to own house
নিজস্ব চিত্র

আর এই বিশ্বাসকে ভক্তি সহকারে গত ১১৮ বছর ধরে পালন করে আসছেন কয়েক হাজার বাংলাদেশী।গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৬.১৫ মিনিট নাগাদ তারা মেদিনীপুরে এসেছিলেন এবং ১৮ ফেব্রুয়ারী রাত্রী ১০ টা নাগাদ মেদিনীপুর ষ্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশের ট্রেন।

আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতে আত্রেয়ী পারে পুণ্যস্নানের ভিড়

bangladeshi pilgrim back to own house
নিজস্ব চিত্র

পুর্ণার্থীদের প্রবেশ করা থেকে বিদায় কাল পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট ছিল জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন সকলেই। গতকাল রাতে জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়ার উপস্থিতিতে তীর্থযাত্রীদের রাত্রে খাবার জল প্রদান করা হয়।ভারত বাংলাদেশের মানুষ একে অপরকে সৌভাতৃত্বের আলিঙ্গন করে নজির গড়লেন দুই দেশবাসীদের কাছে।যা ঐতিহাসিক বলেই উল্লেখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here