শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
হুগলী নদীতে ডুবলো বাংলাদেশী জাহাজ উদ্ধার দশ নাবিক।এম বি সোম নামে এই জাহাজটি ছাই নিয়ে যাচ্ছিল।হঠাৎই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার হরিবল্লভপুরে হুগলী নদীতে ডুবে যায়।
মঙ্গলবার ভোর ৪.৩০ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে জাহাজটি চড়ায় আটকে গিয়ে ডুবতে থাকে।নদীতে মাছ ধরতে থাকা মৎস্যজীবীরা দেখতে পেয়ে উদ্ধারের জন্য ছুটে যায় খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ ও মৎস্যজীবীরা দশি জনকে উদ্ধার করে ঐ জাহাজ থেকে। জাহাজ ডুবলেও প্রানে বাঁচলো দশ নাবিক। তাদের মহিষাদল থানায় রাখা হয়েছে। জাহাজের নাবিকরা জানান,বজবজ থেকে ছাই নিয়ে নামখানা যাচ্ছিল হঠাৎই হুইলের চেন কেটে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যায়। কাছেই থাকা একটি বয়াতে ধাক্কা মারার ফলে তলার দিকে ফুটো হয়ে জল ঢুকতে থাকে।
কোনরকম চেষ্টা করা হয় জাহাজটাকে যাতে কোন রকমে পাড়ের দিকে আনা যায় ততক্ষনে ডুবতে শুরু করেছে জাহাজ। স্থানীয় মৎস্যজীবীরা ছিলো বলে প্রানে বাঁচতে পেরেছি।
আরও পড়ুনঃ বাস দূর্ঘটনায় মৃত ৪০
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584