নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
অবৈধ ভাবে ভারত থেকে নেপালে যাওয়ার পথে পানিট্যাঙ্কিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত ব্যক্তির মহম্মদ হরুনুর রসিদ (৩১)। সে বাংলাদেশের গাইডাঙ্গা জেলার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা। এসএসবি সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তি যখন পানিট্যাঙ্কি হয়ে নেপালে যাচ্ছিল। তখন এসএসবি চেকপোস্টে জেরা করা হলে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। এরপর ওই ব্যক্তি কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। এরপর এসএসবির তরফ থেকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়।
অপরদিকে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্ত চ্যাঙ্গরাবান্ধা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এই বিষয়ে খড়িবাড়ি থানার ওসি পাসাং শেরপা বলেন ধৃতের বিরুদ্ধে ফরেনারস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584