নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আজ সারা বাংলায় বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে ২৯৪ টি বিধানসভার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়কগন বাংলার গর্ব মমতা কর্মসূচিটি পালন করে। সবং বিধানসভার বিধায়িকা গীতা রানী ভূঁইয়া এই কর্মসূচি রূপায়ন করেন।
সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সবং ব্লক সভাপতি প্রভাত মাইতি, যুব সভাপতি আবু কালাম বক্স সহ অন্যান্য নেতৃত্ব। পিংলা বিধানসভায় এই কর্মসূচিটি পালন করেন জেলার এক মাত্র মন্ত্রী তথা এলাকার স্থানীয় বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অজিত মাইতি, পিংলা ব্লক সভাপতি শেখ সবেরতি, যুব সভাপতি অজিত ভৌমিক, তৃষিত মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।
সেখানে প্রথমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন বিধানসভার বিধায়ক গন। তারপর আগামী দিনের দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ দোলের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক বৈঠক জলঙ্গিতে
আজ থেকে তথা ৭ ই মার্চ থেকে ১০ ই মে পর্যন্ত যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো তিনি ঘোষণা করেন তার মধ্যে আজকে ছিল কর্মীদের মধ্যে বৈঠক। ১৫ ই মার্চ থেকে লাগাতার ১৫ দিন ৪৫ থেকে ৪৮ টি গ্রাম পরিক্রমা করবেন জনপ্রতিনিধিগন।
মোট ৭৫ দিনের প্রোগ্রাম বিধায়ক ঘোষণা করেন। পাশাপাশি ডেবরা বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক সেলিমা বিবি এই কর্মসূচি পালন করে। শালবনী বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এই কর্মসূচিটি পালন করে। তৃণমূলের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সূচনা হলো বাংলার গর্ব মমতা কর্মসূচির ।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, তরুই ২ অঞ্চলের উপপ্রধান প্রতুল চন্দ্র দাস, ও পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি, বুথ সভাপতি সুশোভন পরিয়ারী সহ অনান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584