মোহনা বিশ্বাস, হুগলীঃ
হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষন করে নৃশংসভাবে পুড়িয়ে মারার প্রতিবাদে সরব সোশ্যাল মিডিয়া। তবে এ প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ থাকলে হবে না। পথে নেমে একজোট হয়ে প্রতিবাদ করে ধর্ষণকারীদের উচিত শিক্ষা দেওয়া দরকার।
আর তাই শনিবার চুঁচুড়ার ঘড়িরমোড়ে একাই প্রতিবাদে বসলেন বাঁশবেড়িয়ার খামারপাড়া কুন্ডুগলির বাসিন্দা বহ্নিশিখা রায়। পেশায় কম্পিউটার শিক্ষিকা। প্রতিবাদী তরুণীর পাশে রাখা রয়েছে প্রিয়াঙ্কা রেড্ডি-র দুটো ফটো ও মোমবাতি। এর সাথে কিছু পোস্টার হাতে নিয়ে প্রতিবাদে বসেছেন বহ্নিশিখা।
তিনি বলেন, ফেসবুকে সকলেই হায়দ্রাবাদে পশু চিকিৎসকের গণধর্ষণের প্রতিবাদ করছেন। প্রতিবাদ করতে হলে ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই হবে না। পথে নেমে একজোট হয়ে সবাইকে প্রতিবাদ করতে হবে। সেই কারণে প্রিয়াঙ্কা রেড্ডি-র গণধর্ষণের প্রতিবাদে পথে নেমেছেন তিনি। কিন্তু তাকে প্রতিবাদ করতে দেখেও এই প্রতিবাদে তার সাথে সামিল হননি কেউ। যারা এই প্রতিবাদকে সমর্থন করছে তারা বহ্নিশিখার সামনে রাখা একটি খাতায় তাদের নাম ও ফোন নং লিখে দিয়ে যাচ্ছেন। সকলে একসাথে এই গণধর্ষণের প্রতিবাদ করলে ধর্ষণকারীদের উচিৎ শাস্তি দেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস বহ্নিশিখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584