মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলায় সব গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাঙ্কের শাখা খোলার কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। কোচবিহার ল্যান্স দাউন হলে বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের সাথে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা শাসক কৌশিক সাহা, জেলা স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি, সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ সাংবাদিকদের জানান, জেলার আনেক গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন ব্যাঙ্কের শাখা নেই। ফলে বিভিন্ন প্রকল্পের টাকার চেক ভাঙ্গাতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যাতে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে ব্যাঙ্কের শাখা খোলা যায় সেই প্রস্তাব দিয়েছি। পাশাপাশি ব্যাঙ্কে যাওয়া সাধারণ মানুষরা যাতে হেরেজমেন্ট না হয় সেই দিকেও লক্ষ্য রাখার কথা বলেছি।
আরও পড়ুন: সরকারি বিদ্যালয়ে বর্ধিত ফি আদায়,ক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584