সুদীপ পাল,বর্ধমানঃ
দুদিন পর পর ধর্মঘট ছিল। তাই ব্যাংকের কর্মীরা আসেননি। তালাই খোলেনি ব্যাংকের। এদিকে গ্রাহকরা দুদিনই ব্যাংকে এসে ফিরে গিয়েছেন। আজ কোনরকম ধর্মঘট নেই। তাই ব্যাংকের কর্মীরা সবাই অফিসে এসেছিলেন নির্দিষ্ট সময়ে। কিন্তু ব্যাংকের সামনে এসে দেখলেন তালাবন্ধ। আসলে এই দুদিন যে হয়রানি হয়েছে গ্রাহকদের তাই তাঁরাই রেগে গিয়ে ব্যাংকে তালা লাগিয়েছেন। বর্ধমানের বাজেপ্রতাপপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় আজ সকালে এই ঘটনা ঘটে। গ্রাহকরা জানাচ্ছেন, গত দু’দিন ধরে ব্যাংক পরিষেবা চালু রাখার কথা ছিল কিন্তু সেই পরিষেবারটুকু তাঁরা পাননি। ব্যাংকের তালা পর্যন্ত খোলা হয়নি। পরপর দু’দিন ব্যাংক বন্ধ থাকার ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের। আজ তাই ব্যাংক খুলতে গ্রাহকরা তালা ঝুলিয়ে দিলেন দীর্ঘক্ষন। অবশেষে ক্ষুব্ধ গ্রাহকদের বুঝিয়ে ব্যাংক সচল করা হয়, শুরু হয় লেনদেন। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় তা দেখার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে ক্ষোভ এলাকাবাসীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584