ওয়েবডেস্কঃ
আমেদাবাদের এক জেলা উপভোক্তা ফোরাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ১০ হাজার টাকা জরিমানা করল অনুমতি ছাড়া স্বামীর ব্যাঙ্ক স্টেটমেন্ট তার স্ত্রীকে দেওয়ার জন্য।
ব্যাঙ্কের অ্যাকাউন্টের মালিক দীনেশ পামনানি ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ আনেন যে ব্যঙ্ক তার অনুমতি ছাড়াই ব্যাঙ্ক তার অ্যাকাউন্টের ৩ বছরের স্টেটমেন্ট তার স্ত্রীকে দেয়। তিনি জানান যে গত ৬ই যে হঠাৎ করে মেসেজ আসে তার অ্যাকাউন্ট থেকে ১০৩ টাকা কাটা হয়েছে। তিতিনি ব্যাঙ্কে গিয়ে কারণ জানতে চাইলে ব্যাঙ্ক জানায় যে সে তার স্ত্রী হরিস্কা ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট তুলে নিয়ে গেছেন। এতে তিনি ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ জানান উপভোক্তা ফোরামে। তারপরই এই নির্দেশ আসে। ঐ ব্যক্তির বক্তব্য ছিল যে তারা বর্তমানে স্বামী-স্ত্রী হলেও তাদের একে অপরের বিরুদ্ধে কোর্টে দাম্পত্য জীবন নিয়ে মামলা চলছে, তাই সেই স্টেটমেন্ট আদালতে তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
(ফিচার ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584