নিজস্ব সংবাদদাতা উত্তর দিনাজপুরঃ
জ্বরে আক্রান্ত হলেও খুব একটা গুরুত্ব দেননি রায়গঞ্জের দেবীনগরের করোনা আক্রান্ত ব্যক্তি। ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে রীতিমতো তদ্বির করেছিলেন। সঙ্গে স্ত্রীকেও ব্যাঙ্কে নিয়ে গিয়েছিলেন। বিকালেই ওই দম্পতির করোনা পজিটিভ ধরা পড়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই ব্যাঙ্ক কর্মীদের মধ্যে।
ব্যাঙ্কে থেকে যাতে কোনভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যাঙ্ক জীবাণুমুক্ত করল রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার পুরকর্মীরা ব্যাঙ্কে গিয়ে জীবাণুনাশক ছড়িয়ে দেন। ব্যাঙ্কের ভিতরের সমস্ত এলাকা সহ বাইরেও স্যানিটাইজ করেছেন পুরকর্মীরা। ওই দম্পতির সঙ্গে ব্যাঙ্কের একাধিক কর্মীরা কথাবার্তা বলেছেন।
আরও পড়ুনঃ ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ
সেই কারণে ব্যাঙ্ক কতৃর্পক্ষ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইমেল করে ব্যাঙ্কের কর্মীদের লালারসের নমুনা পরীক্ষার আবেদন জানিয়েছেন। ওই ব্যাঙ্কের আধিকারিকের দাবি, ওই দম্পতি ২৬ জুন ঋণের কাগজপত্র নিয়ে ব্যাঙ্কে এসেছিলেন। তাই ব্যাঙ্ক কর্মীরা সাবধানতার জন্যই নিজেরাই লালারসের নমুনা পরীক্ষার জন্য আবেদন জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584