শীর্ষ ৫০ ঋণখেলাপির ৬৮ হাজার কোটি টাকা মকুব, তালিকায় চকসি রামদেব মালিয়া

0
2082

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

ছবি সংগৃহীত

দেশজুড়ে করোনা প্রাদুর্ভাবে টালমাটাল অর্থনীতি। কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় সে নিয়ে চিন্তিত অর্থনীতিবিদগণ। কিন্তু তারই মাঝে অবাক করে দেওয়ার মতন এক তথ্য বেরিয়ে এলো এক আরটিআই-এর উত্তর থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই আরটিআইয়ের উত্তরে জানায় যে প্রায় ৬৮ হাজার হাজার কোটি টাকার  ঋণ মুকুব করে দেওয়া হয়েছে, তাও আবার সেগুলো শীর্ষ ঋণখেলাপিদের। সেসব তালিকায় যেসব নামগুলো এসেছে তাতে চক্ষু চড়কগাছ হওয়ার মত অবস্থা।

সাকেত গোখলে নামক এক ব্যক্তি দেশের শীর্ষ ৫০জন ঋণখেলাপিদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে আরটিআই-এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারস্থ হয়। যার উত্তরে দেশের সর্বোচ্চ ব্যাংক জানায় যে সেই শীর্ষ ৫০ জন ঋণখেলাপির কাছে ব্যাংকের মোট পাওনা ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা।

আরও পড়ুন:ধনীদের আয়কর বৃদ্ধির প্রস্তাব খারিজ কেন্দ্রের , প্রস্তাবক আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ

এই তালিকায় শীর্ষে রয়েছেন বহুল চর্চিত পলাতক মেহুল চকসি(মকুবের পরিমাণ ৫ হাজার ৪৯২ কোটি টাকা)। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছেন ‘আরইআই অ্যাগ্ৰো’র দুই ডিরেক্টর সঞ্জয় ঝুনঝুনওয়ালা ও সন্দীপ ঝুনঝুনওয়ালা(মকুবের মোট পরিমাণ ৪ হাজার ৩১৪ কোটি টাকা)। এছাড়াও এই তালিকায় রয়েছেন অলংকার ব্যবসায়ী যতীন মেহতা, বাবা রামদেব, বিজয় মালিয়া, আচার্য বালাকৃষ্ণ প্রমূখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here