স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিক বিক্ষোভ

0
47

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :

আজ বিশ্ব শ্রমিক দিবসের দিনই বাঁকুড়ার বেঙ্গল কনকাস্ট নামে একটি বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানায় বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারী মাস থেকে তারা কোন বেতন পাননি এবং তাদের সাথে কারখানা কর্তৃপক্ষ যোগাযোগ রাখছে না।

workers strike | newsfront.co
শ্রমিক বিক্ষোভ। নিজস্ব চিত্র

স্থানীয় মানুষ ছাড়াও এই কারখানায় কাজ করেন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা থেকে আসা শ্রমিক। এক দিকে দীর্ঘদিন বেতন না পাওয়া অন্যদিকে লকডাউনের সমস্যায় জেরবার তারা। স্থানীয় বাজারহাট থেকে তাদের ধার দেওয়াও বন্ধ করে দিয়েছে। ফলে এক প্রকার না খেয়েই দিন কাটছে তাদের। আবার ভিন রাজ্যের শ্রমিকদের অবস্থা আরো জটিল।

আরও পড়ুনঃ জলঙ্গীতে রেশন দোকানের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য

লকডাউন ঘোষণার পর কারখানার উৎপাদন বন্ধ। তারপর থেকে কারখানা কর্তৃপক্ষের কারো দেখা মেলায় কী করবেন কিছু ঠিক করে উঠতে পারছেন না। দ্রুততার সঙ্গে বকেয়া বেতন না মেটানো হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here