কেন্দ্রীয় পুরস্কার পেল বাঁকুড়া জেলা পরিষদ

0
79

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের তরফে ২০১৮-১৯ অর্থ বর্ষের দীন দয়াল উপাধ্যায় স্বশক্তিকরণ পুরস্কার-২০২০ পেল বাঁকুড়া জেলা পরিষদ।

prize | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন প্রকল্পগত দক্ষতা, নারী ক্ষমতায়ন, জনজাতিদের উন্নতি, ভাতা বন্টন, স্থায়ী সম্পদ সৃষ্টি, পরিচ্ছন্ন অডিট, একশো দিনের কাজ প্রকল্প সহ সহ সার্বিক কাজের ভিত্তিতে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে জেলা পরিষদ। এই পুরস্কার প্রাপ্তির খবর জেলায় আসার পর জেলাশাসক অরুণ প্রসাদ সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মুকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।

district administration | newsfront.co
নিজস্ব চিত্র
mritunjoy murmu | newsfront.co
মৃত্যুঞ্জয় মুর্ম্মু, সভাধিপতি। নিজস্ব চিত্র

এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু বলেন, “আমরা জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পর সম্মিলীতভাবে নতুন উদ্যমে কাজ করেছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, একশো দিনের কাজ সহ সমস্ত ক্ষেত্রে বিপুল সাফল্যের জন্য জেলা পরিষদ এই কেন্দ্রীয় পুরস্কার পেয়েছে”।

আরও পড়ুনঃ মৃদু, উপসর্গহীনদের জন্য স্যাটেলাইট হেলথ ফেসিলিটির উদ্যোগ, প্রথম চালু পূর্ব বর্ধমানে

administration got prize | newsfront.co
অরুণ প্রসাদ, জেলাশাসক। নিজস্ব চিত্র

জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, পঞ্চায়েত স্তরে ৩৩ টি প্যারামিটারের স্বচ্ছতার সঙ্গে কাজ হওয়ায় এই পুরস্কার প্রাপ্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here