নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত পাঁচ বছর পরে আবারও পর্যটকদের দিঘার সৈকতে ঘোড়া চালানো নিষিদ্ধ করল প্রশাসন। সাথে সাথে জানিয়ে দেওয়া হল এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সৈকতে মাইক প্রচার করে জানিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যেই সৈকত থেকে সরিয়ে নিতে হবে ঘোড়া।
পাশাপাশি আরও জানানো হয়েছে সৈকত সরণিতে শিশুদের মনোরঞ্জন করার জন্য রিমোট চালিত গাড়ির ব্যবসাও নিষিদ্ধ। আগামী এক সপ্তাহের মধ্যেই নির্দেশ কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সৈকতে পর্যটকদের জন্য ঘোড়ায় চড়ার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছিল সৈকতের পরিবেশ। দূষন নোংরায় ভরছিল সৈকত। পাশাপাশি অনেক সময় ভিড়ের মধ্যে ঘোড়ার ধাক্কায় দুর্ঘটনাও ঘটে। আরও বড় একটি বিষয় হল ঘোড়ার ক্ষুরের দাপাদাপিতে সৈকতের সংবন্ধন ক্ষতিগ্রস্ত হয়, ভাঙনের প্রাবল্য বাড়ে।
এরই পাশাপাশি সন্ধের পর সৈকতে বাড়ছিল রিমোট চালিত গাড়ির দাপট। শিশুদের বিনোদনের নামে ব্যবসা । তাতেও বিঘ্নিত হচ্ছিল সৈকতের নিরাপত্তা ব্যবস্থা।তাই নিরাপত্তার কারণেই দিঘার সমুদ্র লাগোয়া সৈকত সরণী রাস্তা এবং স্নানঘাটগুলোতে ঘোড়া সওয়ারি এবং রিমোট গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ।
আরও পড়ুনঃ পুজো আগত,শুরু হলো না নবদ্বীপ রেলগেটে উড়ালপুলের কাজ
বছর পাঁচেক আগেও জেলা প্রশাসনের তরফে দিঘার সৈকতে ঘোড়া ছোটানোর ব্যবসা নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ করা হয় রাবারের টিউব নিয়ে সমুদ্র স্নানের ব্যবসা। টিউব নিয়ে সমুদ্র স্নান সম্পুর্ন বন্ধ হলেও ঘুরিয়ে ফিরিয়ে শুরু হয়ে গেছিল ঘোড় সওয়ারি। এবার তা কঠোর ভাবে বন্ধ করতে উদ্যোগী হল জেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা অমান্য করা হলে ঘোড়া, রিমোট চালিত গাড়ি বাজেয়াপ্ত করবে পুলিশ। পাশাপাশি মোটা অংকের জরিমানা ও জেলও হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584