‘আমরা দাদার অনুগামী’! শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার শিলিগুড়িতে

0
265

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

এইবার শহর শিলিগুড়িতে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার। এবং সেই ব্যানারে লেখা রয়েছে “আমরা গর্বিত আমরা দাদার অনুগামী”। এদিন সকালে শহর শিলিগুড়িতে এই ব্যানার নজরে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তবে কে বা কারা ব্যানার লাগিয়েছে তা স্পষ্ট নয় এখনও পর্যন্ত।

suvendu adhikari | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর গুঞ্জন। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বলেন যে, “আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমাদের যারা রাজ্যের নেতৃত্ব রয়েছেন তাদের সম্পর্কে তাদের জিন্দাবাদ বলা, তাদের ছবি লাগানো এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এটা নতুন কিছু নয়।

poster | newsfront.co
নিজস্ব চিত্র

যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ করে চলেছেন এবং রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী যারা রয়েছেন তারা যেভাবে কাজ করছেন, সেইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্মীদের কাজ, এই নিয়ে জলঘোলা করার কিছু নেই।

আরও পড়ুনঃ ফালাকাটা প্রেস ক্লাবের উদ্বোধন

কেউ যদি ব্যক্তিগত ভাবে কাজের প্রতি সমর্থন জানিয়ে কোন জায়গাতে কোন মন্ত্রীর বা নেতৃত্বের ব্যানার লাগিয়ে এই পুজোর সময় শারদীয়া শুভেচ্ছা জানায় তাতে কোন অন্যায়ের কিছু নেই। আর আমাদের সমস্ত দল ঐক্যবদ্ধ, সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ।

বাংলায় এই সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। এবং সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বিজেপিকে হারাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here