শিয়রে নির্বাচন, নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বই প্রকাশ মন্ত্রীর

0
74

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

স্কুলের গন্ডির মধ্যে থেকে রাজনীতির আঙ্গিনায় পা রাখা সেই থেকে লড়াই শুরু। রাজনৈতিক জীবনে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে হেঁটে আজ দ্বিতীয় বারের জন্য রাজ্যের মন্ত্রী সভার সদস্য। দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে দ্বিতীয় বারের জন্য মন্ত্রী হয়ে আজ পর্যন্ত সবটাই নিজের লড়াইয়ের কথা বইয়ের মাধ্যমে প্রকাশ করেন।

book release | newsfront.co
বই প্রকাশ অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

নিজের লড়াইয়ে কথা লেখা “বাপুজীর পথে মমতার সাথে ” নামে বইটি প্রকাশ করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা।মঙ্গলবার উস্তি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ” বাপুজীর পথে মমতার সাথে” নামক বই প্রকাশ করেন।”বাপুজীর পথে মমতার সাথে ” বই প্রকাশের পর রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা জানান , শিরাকোল স্কুলে ক্লাস নাইনে পড়াশোনা করার সময় থেকে রাজনীতি শুরু করি।

ministers | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুলের গন্ডি পার করে কলেজে পড়তে পড়তে ও রাজনীতি করি, সেই শুরু আজও রাজনীতি করছি শুধু মানুষের সেবার জন্য। কয়েকবার পঞ্চায়েত প্রধান হয়েছি প্রথম কংগ্রেস দল করার সময়। তারপর ১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়ার জন্য কংগ্রেস থেকে দাঁড়ায় তখন থেকে মমতা বন্দ্যপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়।

আরও পড়ুনঃ শিল্পীর শিল্পকলায় তৃণমূলের ভোট প্রচার

সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, পরে কংগ্রেস দল ছেড়ে যখন তৃণমূল কংগ্রেস দল গঠিত হয় তখন আমি তৃণমূল কংগ্রেস দলে চলে আসি। শুরু থেকে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে সম্মান দিয়েছে তা তিনি কখনও ভুলতে পারবে না ৷ দু’বার রাজ্যের মন্ত্রী করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা জানান।

তিনি আরও জানান আমি কেমন বা মানুষের জন্য কী কাজ করেছি তা সাধারণ মানুষের জানার জন্য এই বই লেখা। বইটি প্রথম লিখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ছিলেন পড়ার জন্য , বইটা পড়ে খুশি নেত্রী ৷ তারপরই এই বই প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here