শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার বরাবাজারে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার হয় চিকিৎসক সুচিত্রা সিং-এর পচাগলা মৃতদেহ। দেহ উদ্ধারের ২৪ ঘন্টা পেরোনোর আগেই এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কিনারা করল বরাবাজার থানার পুলিশ।
সূত্রের খবর, চিকিৎসক সুচিত্রা সিংকে ওষুধ বা বিষ জাতীয় কোন জিনিস খাওয়ানো হতে পারে যাতে বেহুঁশ হয়ে যান তিনি তারপরে তাঁকে কোনো ভাবে চূড়ান্ত পরিণতি এর দিকে ঠেলে হয়। ঠিক কি ধরণের দ্রব্য ব্যবহার করা হয়েছিল তা জানতে চিকিৎসকের ভিসেরা ‘টক্সিকোলজি’-র জন্য পাঠানো হচ্ছে।
সূত্রের খবর, ১৩ সেপ্টেম্বর বিকেলে স্বামী সন্তান নিয়ে সুচিত্রা আবাসনে ফেরেন, কিন্তু ১৪ তারিখ ভোরে স্বামী ও সন্তান বেরিয়ে যায়। তাঁকে আর কেউ দেখেনি। তদন্তের পরে চিকিৎসকের স্বামী শান্তনু পাল-কেই মুল অভিযুক্ত মনে করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন শান্তনু। তিনি ভিন রাজ্যে রয়েছেন এবং জানা গিয়েছে শান্তনু আপাতত অসুস্থ হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ গতকালই পৌঁছে গিয়েছিল সেখানে।
আরও পড়ুনঃ সাতসকালে মা উড়ালপুলে আত্মঘাতী প্রৌঢ়
সূত্র মারফৎ জানা গিয়েছে সুচিত্রার পুত্র সন্তান আপাতত রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একতারপুর গ্রামে। পুলিশ তার সাথেও যোগাযোগ করে এবং তার বয়ানও নেওয়া হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন যাবত সম্পর্কের টানাপোড়েন চলছিল এই দম্পতির মধ্যে। সুচিত্রার হত্যাকারী এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584