শহীদ ক্ষুদিরামের স্মৃতি আঁকড়ে বড়শিমুলিয়া গ্রাম

0
89

সৌমেন মিশ্র,দাসপুরঃ
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বড়শিমুলিয়া গ্রামের সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ইতিহাস৷হাসতে হাসতে জেলের ফাঁসির মঞ্চে মৃত্যুকে বরণ করেছিলেন যে তরুণ তিনি ক্ষুদিরাম বসু৷ আজকের দিনেই ১৮৮৯ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহুবনি গ্রামে তাঁর জন্ম।ছোটো বয়সেই পরাধীন ভারতের গ্লানি মোছাতে বৈপ্লবিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়েছিলেন ছোট্টো ক্ষুদিরাম।ক্রমশ তৎকালিন ব্রিটিশ পুলিশের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন ক্ষুদিরাম৷ দাসপুর-১ ব্লকের শিমুলিয়া গ্রামে ডাক লুণ্ঠনের সাথে তাঁর নাম যুক্ত হয়৷ সালটা ১৯০৭ হাটগেছিয়া গ্রামে মাসির বাড়ি আসেন ক্ষুদিরাম৷

নিজস্ব চিত্র

সেই সময় ব্রিটিশ সরকারের ডাক দাসপুরের বড়শিমুলিয়া গ্রামের রাস্তার উপর দিয়ে পাড়ি দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেত৷ এই বড়শিমুলিয়ায়ই ক্ষুদিরাম বসু পরিকল্পনা মতো গ্রামের দীঘির পাড়ে নির্জন রাস্তায় ডাকলুন্ঠন করেন৷পরে ১৯৪৬ সালে ক্ষুদিরামের স্মৃতিরক্ষার্থে তৈরি হয় একটি সোসাইটি৷

নিজস্ব চিত্র

বড়শিমুলিয়া গ্রামে ঠিক ওই স্থানে দীঘির পাড়ে এক বটবৃক্ষের পাশে ক্ষুদিরাম বসুর স্মৃতি স্মারক স্থাপন করা হয়৷ সেখানেই দাসপুরে মানুষ আজকের এই দিনটিতে বীর শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে সমবেত হন৷আজ থেকে আগামী দুই দিন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা সোসাইটি তরফে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ক্ষুদিরাম বসুর স্মৃতিচারণা, কবিতা, দেশাত্মবোধক গান সবই থাকছে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে৷এভাবেই ক্ষুদিরামের স্মৃতি আজো সযত্নে আঁকড়ে রেখেছে বড়শিমুলিয়া গ্রামের মানুষ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here