নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সমর্থকদের চাপের কাছে পিছু সরতে বাধ্য হচ্ছে বার্সেলোনা ম্যানেজমেন্ট। মেসিকে ছাড়তে নারাজ তারা। তবে এলএমটেন-এর ক্ষোভ বার্সা ম্যানেজমেন্টের ওপর তাই মেসির জন্য পদত্যাগ করতেও রাজি বার্সেলোনার সভাপতি বার্তোমিউ।
তিনি জানান, ‘লিও যদি ক্লাবে থাকতে রাজি হয় তাহলে আমি সভাপতির পদ ছেড়ে দিতে প্রস্তুত কারণ আমার জন্য ও ক্লাব ছেড়ে চলে যাক সেটা আমি চাইনা।’
আরও পড়ুনঃ চোটের জন্য ছিটকে গেলেন নাইট পেসার
উল্লেখ্য, ক্লাব সভাপতি এবং নতুন কোচ রোনাল্ড কোম্যান নেওয়া সিদ্ধান্তে খুশি নন মেসি। আর সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ক্লাব সভাপতিকে।
মেসির চিঠির পরিপ্রেক্ষিতে সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখান ন্যু ক্যাম্পে। তারাও ক্লাব সভাপতির পদত্যাগ দাবি করেন। বার্তেমিউয়ের এই প্রস্তাবের জবাবে মেসি কি তার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে নজর সেই দিকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584