কোচ কেন সরালো ক্ষোভ প্রকাশ করলেন সুয়ারেজ

0
184

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আভাস ছিলই যে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান চান না লুই সুয়ারেজকে। আর নিজেই ফোন করে উরুগুয়ের এই স্তম্ভকে দল থেকে সরিয়ে দিলেন বার্সা কোচ।

Luis Suyarej | newsfront.co
লুই সুয়ারেজ। ফাইল চিত্র

আর কোচের এই সিদ্ধান্তর পরেই ক্ষোভে ফেটে পড়েন সুয়ারেজ। তিনি বলেন, আমাকে ক্লাব থেকে কিছু বলা হয় নি, কোচ আমাকে বলারকে !আমি এতদিন ক্লাবের হয়ে খেললাম আর এই সম্মানটা পাবো না।

Ronald Koeman | newsfront.co
রোনাল্ড কোম্যান। ফাইল চিত্র

বার্সার সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে সুয়ারেজের। তাঁর আইনজীবীরা ক্ষতি পূরণের ব্যবস্থা করছেন। মেসি, নেইমার, সুয়ারেজ জুটির দুই জন চলে গেলেন বাকি শুধু মেসি।

আরও পড়ুনঃ এবারই মহামেডান শেষবার দ্বিতীয় ডিভিশন খেলবে আশ্বাস প্লাজার

তবে মেসি ক্লাব ছাড়তে চাইলেও নতুন কোচ তাকে রাখতে চান। বার্সার সর্বকালের সেরা গোল দাতাদের মধ্যে সুয়ারেজ তিন নম্বরে। শোনা যাচ্ছে পিএসজিতে যাবেন সুয়ারেজ। তাহলে ফের নেইমার ও সুয়ারেজ জুটি দেখা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here