লাল সেলাম জানানোর অপেক্ষায় বর্ধমান

0
80

সুদীপ পাল,বর্ধমানঃ

তিনি বর্ধমানের ছেলে। বর্ধমানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। শেষবারের মতন লাল সেলাম জানাতে তাই বর্ধমান অপেক্ষা করছে। এদিন ভোর পাঁচটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ৭২ বছর বয়সে জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ও পলিটব্যুরোর সদস্য নিরুপম সেন-এর। ২০১৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পার্টি কর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। তাঁদের সাথে কথা বলে জানা যায়, ১৯৬১ সালে পার্টির সদস্য হন। জেলা কমিটির সদস্য হন ১৯৬৮ সালে। এরপর ধীরে ধীরে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন ২০০১,২০০৬ সালে। ২০০১ সালে রাজ্যের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত আবার শিল্প এবং বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। বুধবার তাঁর মরদেহ বর্ধমান নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: আশা ভবন সেন্টারের বিংশতি বর্ষ উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here