নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের তমলুকে রয়েছে অতি প্রাচীন বর্গভীমা মন্দির। কথিত আছে, সতীর বাম পায়ের গোড়ালি নাকি পড়েছিল এখানে। সেই থেকেই ৫১ পিঠ এর মধ্যে এটিও একটি পিঠ বলে পরিচিত এই বর্গভীমা মন্দিরটি। তবে কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তা সবারই অজানা।
যদিও সারা বছর হাজার হাজার মানুষের সমাগম এ ভরে থাকতো এই মন্দির চত্বর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাইরের জেলা, এমনকি অন্যান্য রাজ্য থেকেও বহু দর্শনার্থী এখানে পূজো দিতে আসতেন।
তাছাড়া প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে হালখাতা পূজো দেওয়ার জন্য সংক্রান্তির তথা আগের দিন রাত থেকে মানুষকে লাইন দিতে দেখা যেত এই মন্দির চত্বরে। বছরের অন্যান্য দিনের তুলনায় মূলত এই দিনে ভক্তদের ভিড়ে উপচে পড়ত মন্দিরে।
কিন্তু এ বছর সেই ভিড় আর নেই।কারণ নোভেল করোনা ভাইরাসের কারনে বন্ধ রয়েছে মন্দির। যদিও এদিন সামান্য কিছু মানুষ এসে, বাইরের গেট থেকে মায়ের পূজোর ফুল ছুঁইয়েই হালখাতা সেরেছেন।
আরও পড়ুনঃ করোনার আবহে বন্ধ ‘মঙ্গল শোভাযাত্রা’, বছরের প্রথম দিনে ওয়েবসাইটের উদ্বোধন
যদিও এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন, আজকের দিনে বহু ভক্তরা পূজো দেওয়ার জন্য মন্দির চত্বরে লাইন দিত। কিন্তু বর্তমানে এই মহামারীর কারণে বন্ধ রাখা হয়েছে মন্দির। তবে মায়ের নিত্য পূজো চালু রয়েছে।
তবে কোন ভাবেই যাতে ভক্তরা মন্দিরে ভিড় করতে না পারে সেজন্য প্রশাসন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি এই মহামারী ভাইরাস থেকে যাতে বিশ্ব তথা দেশের মানুষ মুক্তি পায় তার জন্য চলছে পূজার্চনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584