নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
নোভেল করোনা ভাইরাস আতঙ্কের জন্য পূর্ব মেদিনীপুর এর তমলুকে প্রাচীন বর্গভীমা মন্দির বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হলো। মূলত সংক্রমণ এড়াতে ভক্তদের জন্য এই সিন্ধান্ত।
মন্দিরের ভেতর বসে মায়ের ভোগ খাওয়া ও গর্ভগৃহে পুষ্পাঞ্জলি এই সবই কয়েকদিনের জন্য বন্ধ রাখা হল। পুরাণ কথিত সতীর ৫১ পিঠের মধ্যে অন্যতম একটি পিঠ হল এই মন্দিরটি।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে দিঘায় মাইকিং প্রচার প্রশাসনের
প্রতিদিন প্রচুর মানুষ মায়ের মন্দিরে ভিড় জমান। শুধু তাই নয়, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে ও ভোগ খেতেও আসেন অনেকে। করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বৃহস্পতিবার থেকে ৩১ শে মার্চ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বিদেশ থেকে ফেরায় আতঙ্কিত এলাকাবাসী,জোর করে স্বাস্থ্য পরীক্ষার আর্জি
এছাড়া মন্দিরে পুজো দিতে যে ভক্তরা আসছেন তাদের ওপর নজরদারির ব্যবস্থাও করছে মন্দির কর্তৃপক্ষ। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584