নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
উদ্ধার হলো বিরল প্রজাতির বারকল, প্রায় ৫০ কিলো ওজনের এটি। এই বারকল দেখতে ভিড় জমায় শতাধিক মানুষ ।
খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে বনদফতের কর্মীরা। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের দুধকোমরা এলাকার রাজবংশী পাড়ায় বাসিন্দা গোপাল ধাড়া নদীতে ফেলে ছিল জাল আর সেই জালে উঠে আসে প্রায় ৫০ কিলো ওজনের এক বিশাল আকারের বারকল।
পরবর্তীকালে ওই কচ্ছপটি মেরে খেয়ে নেবেন বলেও ভেবেছিলেন তারা। খবর পায় দাসপুর থানার পুলিশ, দাসপুর থানা পুলিশের সহযোগিতায় বনদফতরের আধিকারিকদের কাছে এই খবর পোঁছোতে শুক্রবার বনদফতরের কর্মী ও দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে য়ায় এটি।
বন দফতর সূত্রে খবর দাসপুরের দুধকুমড়া গ্রামের গোপাল ধাড়া মাছ ধরার জালে এই বৃহৎ আকারের বারকল পড়ে । যদিও এ বিষয়ে দাসপুর দফতর আধিকারিক বিশ্বনাথ মোদি কোড়া বলেন, বারকল নিয়ে গিয়ে ওর শারীরিক চিকিৎসার পর কোন সরকারি বড় জলাশয় ছেড়ে দেওয়া হবে। সচরাচর এই ধরনের বারকল বিরল হিসেবেই পরিচিত এর বয়স প্রায় ৪০ বছর। কোন কারণে সামুদ্রিক এই বারলক নদীতে চলে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584