নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
আর মাত্র দিন কয়েক বাকি মহালয়ার । সেকারনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নদীপাড় বারোয়ারী দুর্গা মন্দিরের প্রতিমা নির্মাণ কাজের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। এই মন্দিরে দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী রুপে পূজিত। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এই মন্দিরের দেবী চকভৃগু এলাকার বাসিন্দা বিপ্লব খা-র বাড়ীতে পূজিত হতেন ।
এরপর পূজার জায়গার অভাবজনিত কারনে বার কয়েকবার পূজার স্থানের বদল ঘটে। ১৯৩৩ সালে এই মন্দিরটি তৈরী হওয়ার পর অর্থাৎ স্বাধীনতার পূর্ব সময়কাল থেকে দেবী দুর্গা এই মন্দিরে পূজিত হয়ে আসছে। শতাব্দী প্রাচীন এই দুর্গা পূজাকে কেন্দ্র করে শুধু যে স্থানীয় বাসিন্দারাই আনন্দে মেতে উঠেন তাই নয়, বালুরঘাটের নদীপাড় বারোয়ারী মন্দিরের দুর্গাপূজা দেখতে ভীড় জমান বহু দূর-দূরান্ত থেকে আসা মানুষরা। দেবী দুর্গা এখানে সাক্ত মতে পূজিত হন। এই পূজায় পূর্বে পশুবলি দেওয়া হলেও সময়ের সাথে সাথে সেই নিয়মের বদল হয়েছে। বর্তমানে অস্টমীর দিন কুমড়ো বা কলা বলি দেওয়া হয় এখানে। কথিত আছে এই মন্দিরের দেবী দুর্গা ভক্তের সর্বমনস্কামনা পূর্ণ করেন। তাই পূজা দিনগুলিতে দেবী দুর্গাকে স্বর্ণদান প্রচলিত প্রথায় পরিণত হয়েছে। নদীপাড় বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি বিপ্লব খা বলেন এই পূজার মাহাত্ম এই যে মন্দিরের দেবীর কাছে যে যা চায় তাই পায়। এর পাশাপাশি এই মন্দিরের দুর্গার কিছু অলৌলিক ঘটনার কথা তুলে ধরেন তিনি। মন্দির কমিটির সভাপতি বিপ্লব খা এদিন এও জানিয়েছে যে এই পূজা সার্বজনীন রুপ নিয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে।
আরও পড়ুনঃ হাত ছেড়ে পদ্মফুলে যোগ দিলেন জগন্নাথ গোস্বামী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584