নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভার্চুয়াল শপথ গ্রহণের পালাও শেষ। ভোট আবহে প্রচারের ঘনঘটা দেখেছে রাজ্যবাসী। ‘খেলা হবে’ স্লোগানে ভোট হয়ে উঠেছিল এক উৎসবসম। যদিও রাজনীতির আঙিনায় বসবাসকারীরা ভোটকে উৎসবই মনে করেন।
সেই ভোটের আবহে প্রতিশ্রুতি আর আশ্বাস নিয়ে দুয়ারে দুয়ারে হেঁটেছেন প্রার্থীরা। একইভাবে একটি আসন না পেলেও মানুষের সেবায় পথে আছে বলে স্লোগান তোলে বামেরা। করোনাকালে তাদের স্লোগান ছিল- “সরকারে নেই, দরকারে আছি।” বলতে দ্বিধা নেই তারা কথা রেখেছে। দিকে দিকে মানুষের সাহায্যে ছুটে চলেছে রেড ভলান্টিয়াররা।
সেই রেড ভলান্টিয়ারদের সেবামূলক কাজকে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। রাজের কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।করোনা আবহে অক্সিজেন বা অন্যান্য সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন রেড ভলান্টিয়ারসদের সদস্যরা। এই নিয়ে সাংবাদিকদের বিধায়ক রাজ বলেন- “ওদের (রেড ভলান্টিয়ারস) কাজ নেই তাই ওরা রাস্তায় আছে। লোককে দেখাচ্ছে যে আমরা রাস্তায় আছি। আমরা সারা বছরই রাস্তায় থেকে মানুষের জন্য কাজ করি।”
আরও পড়ুনঃ করোনার কবলে টলিউডের আরও চার
পরিচালক-বিধায়ক রাজের এই মন্তব্য মানুষ ক্ষমা করবে না বলে দাবি শ্রীলেখা মিত্রর। তিনি বলেন- “এতো অহংবোধ কিন্তু ভালো ঠেকল না।” রাজের উদ্দেশ্যে তিনি বলেছেন- “আপনি বিধায়ক হয়েছেন, আপনার কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করুন। যারা শূন্য পেয়েও সত্যিকারের মানুষের পাশে রয়েছে তাঁদের এভাবে অপমান করার ধৃষ্টতা দেখাবেন না। মানুষ ক্ষমা করবে না।”
এই অবস্থায় রাজের নির্বাচনী এলাকা ব্যারাকপুরের রেড ভলান্টিয়ারদের লাল সতর্কতা দিয়ে শ্রীলেখা বলেছেন– “ব্যারাকপুরের রেড ভলান্টিয়ারদের বলছি যে, তোমাদের কোনও কিছুর প্রয়োজন হলে তোমরা সবাই বিধায়কের সঙ্গে যোগাযোগ করবে, উনি সব করবেন।”চলতি বছর বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে জোর প্রচার চালান শ্রীলেখা মিত্র।করোনা কালে বামেদের হয়ে পথে নেমেছিলেন শ্রীলেখা।
আরও পড়ুনঃ সঙ্কটকালে মানুষের পাশে টিম সোহম ও ‘হাসি খুশি ক্লাব’
বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের কায়দায় বক্তৃতা দিয়েছেন। সেই সঙ্গে বামপন্থার পক্ষে সওয়াল করেছেন। আর ঠিক সেই কারণে পেশাদারি জীবনেও অনেক ক্ষতি হয়েছিল তাঁর। একইসঙ্গে নেপোটিজম নিয়েও নানা বাক্যে নিজের মতামত জানান তিনি৷ এতে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এরপর প্রায় বিলীন হয়ে যাওয়া দলের বক্তা হতে গিয়েও পড়তে হয় সমালোচনার মুখে। কিন্তুনিজের অবস্থানে, সিদ্ধান্তে, মতাদর্শে অনড় ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584