অফিস থেকে সরল মমতার ছবি, দলত্যাগের তালিকায় শীলভদ্রও

0
84

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমুল ত্যাগের লাইন খুলতে শুরু করেছে। এবার দলত্যাগ করলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি।

Shilbhadra Dutta | newsfront.co
শীলভদ্র দত্ত, ফাইল চিত্র

শুভেন্দু প্রসঙ্গে শীলভদ্র জানান, “তিনি সিনিয়র নেতা, ‘যা করেছেন নিশ্চয় ভেবেই করেছেন। আমি আর তৃণমূলের কেউ নই, এ বিষয়ে আর কিছু বলতে চাই না।“ উল্লেখ্য, পদত্যাগ আবহেই নিজের অফিসে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে সেই জায়গায় স্বামী বিবেকানন্দের ছবিও টাঙিয়ে ফেলেছেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ তৃণমূলের সঙ্গে যা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি: অধীর

জানা গিয়েছে, সরকারের দেওয়া গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা ছাড়েননি এখনও। জানিয়েছেন, “সরকার চাইলে নিয়ে নিতে পারে।“ গতকাল রাতেই ব্যারাকপুরের বিধায়ক জানান, যে তাঁর লিভার ট্রানসফারের সময় যাঁরা টাকা দিয়ে সাহায্য করেছিলেন তাঁদের টাকা তিনি ফেরৎ দিয়ে দেবেন।

আরও পড়ুনঃ হলদিয়া বন্দরের শ্রমিক ভবন থেকে সরিয়ে নেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি

শীলভদ্র দত্ত আরও জানান, “অনেকেই বলছেন তাঁর অসুস্থতার সময় দল তাঁকে টাকা দিয়েছেন, সরকারি অর্থে তাঁর চিকিৎসা হয়েছে। কিন্তু একথা ভিত্তিহীন। যাঁরা তাঁকে আর্থিক সাহায্য করেছেন, তাঁরা ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন। দলগত টাকা দেননি। এদের মধ্যে ব্যারাকপুর পুরসভার চেয়ার পার্সন উত্তম দাস, বিধায়ক পার্থ ভৌমিক, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, অর্জুন সিং-সহ আরও অনেকেই রয়েছেন।“

শীলভদ্র দত্ত এও জানান, উত্তম দাসের ২ লক্ষ টাকা তিনি ফেরৎ দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছিলেন ব্যারাকপুরের এই বিধায়ক। বেশ কিছু দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখাও করতে যান। সেই সময় বাড়িতে ছিলেন না শীলভদ্র। পরে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তারপর আজ ইস্তফা দিয়ে দল ছাড়ার কথা জানালেন। যদিও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here