নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মোহনবাগান অনেক কিছু দিয়েছে ঘরের ছেলে ব্রাজিলিয়ান জোসে রামিরেজ ব্যারেটোকে। তাই তিনিও ক্লাবকে ফিরিয়ে দিতে চান। সেই কারণে কোচিং করাতে চান মোহনবাগান ক্লাবে। বাগানে দিবসে এমনটাই জানান সবুজ তোতা।
মোহনবাগানের অফিসিয়াল সাইট হওয়া সাক্ষাৎকারে জানান, “ আমরা প্রত্যেকেই স্বপ্ন নিয়ে থাকি। আমার স্বপ্ন হল, মোহনবাগানের কোচ হওয়া। এটা একটা অপূর্ণ স্বপ্নের মতোই। কোচ হলে ফের সমর্থকদের সঙ্গে একত্রিত হতে পারব। মোহনবাগানের হয়ে যে কাজই করি, তা গর্বের সঙ্গেই করে থাকি। ওদের হয়ে অনেক দিন খেলেছি।
আরও পড়ুনঃ মোহনবাগানকে শুভেচ্ছা ফিফার
সমর্থক, কর্তা সবাই আমার কাছে পরিবারের মতই হয়ে গিয়েছে। এখন রিল্যায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে কোচিংয়ে যুক্ত বাগানের জার্সিতে জাতীয় লিগে ৯৪ গোল করা তারকা। এটিকে মোহনবাগানে এক হওয়াকে ভারতীয় ফুটবলের মঙ্গল বলে মনে করছেন তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584