বেহাল সপ্তমুখী নদী ব্রিজ,আতঙ্ক

0
307

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪পরগনাঃ

আতঙ্কে দিন গুনছে দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপের গঙ্গাধরপুরের সপ্তমুখী নদীর উপর নির্মিত সেতু।সংস্করন না হওয়ায় ফাটলে জীর্ণ বাম আমলে নির্মিত এই ব্রিজটি।২০১১ সালে পালাবদলের পর নির্মান সম্পূর্ণ হয়।গঙ্গাধরপুর থেকে আর্ড্ডির বাজার পর্যন্ত দুশো মিটার দীর্ঘ এই ব্রিজ।সংস্করন না হওয়া আর অবহেলায় সপ্তমুখী ব্রিজ এখন মরন ফাঁদ হয়েছে। পাথরপ্রতিমা দ্বীপের লক্ষাধিক মানুষের ব্যবহৃত,কোটি টাকা ব্যায়ে তৈরি এই ব্রিজ ঘিরেই এখন আতঙ্ক।

ফাটলে জরাজীর্ণ সপ্তমুখী নদী ব্রিজ।নিজস্ব চিত্র

এবিষয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের স্থায়ী সদস্য দুলাল মন্ডল বলেন,সপ্তমুখী নদীর সেতু মূল গার্ডার থেকে পূর্ব ও পশ্চিমে প্রায় তিন ইঞ্চি মত সরে গিয়েছে।ফলে সেতুটি বর্তমানে বিপদজনক অবস্থায় রয়েছে।তিনি আরও বলেন,সেতুর উপরের অংশে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।আর যার ফলে বর্ষার জল চুঁইয়ে লোহার রডে মরচে ধরেছে।যে কোন সময়ে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ।বিষয়টি প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে বলে,তিনি বলেন।একই সঙ্গে তিনি বলেন,পাথর প্রতিমা ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কাকদ্বীপ ও কলকাতার সংযোগের মূল রাস্তায় হল এই সেতুটি।তবে এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন,সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারকে সেতুর বিভিন্ন দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানিয় বাসিন্দাদের একটাই আর্জি কলকাতার ন্যায় ব্রিজ ভাঙার দুঃস্বপ্ন দেখতে চাইনা।সংস্করন করে যাতায়াতের সুব্যবস্থা করে দিক প্রশাসন।কিন্তু কবে হবে সেই সংস্কার তাকিয়ে পাথরপ্রতিমাবাসী।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে খরা ঘোষণা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here