ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা সংক্রমন রুখতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত পানশালা, রেঁস্তোরা, নাইট ক্লাব, অ্যামিউজমেন্ট পার্ক, মিউজিয়াম, প্রদর্শনশালা এবং চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশ জারি করলো নবান্ন। অনাবশ্যক সামাজিক মেলামেশার জায়গাগুলি আগামিকাল রবিবার সকাল থেকে বন্ধ থাকবে বলে প্রশানিক সূত্রের খবর।
এই নির্দেশিকা অনুযায়ী রবিবার সকাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ম্যাসাজ পার্লার ও হূকা বার। অসুস্থ ব্যক্তির থেকে সংক্রামক যাতে সুস্থ ব্যক্তির শরীরের ছড়িয়ে পড়তে না পারে তাই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক স্থরের অভিমত। এই নির্দেশ অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।
আরও পড়ুনঃ ভাইরাস মোকাবিলায় কুইক রেসপন্স টিম ও হেল্প লাইন চালু, প্রশাসনের
উল্লেখ্য দুই বিদেশ ফেরত এবং একজন অন্য রাজ্য থেকে আগত তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের জীবানু মিলেছে। রাজ্যে এই সংক্রমন ছড়িয়ে পড়া থেকে রুখতে সরকারি এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সব মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584