‘এসপিসিক্রাফট’ ও ’ঘোষ কোম্পানি’-র নতুন প্রয়াস ‘বর্ষণমালা’

0
49

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কবি কালিদাস তাঁর ‘মেঘদূতম’-এ মেঘকে বলেছিলেন- “জাতং বংশেভুবনবিদিতে পুষ্করাবর্তকানাং /জানামি ত্বাংপ্রকৃতিপুরুষংকামরূপং মঘোনঃ।/ তেনার্থিত্বং ত্বয়িবিধিবশাদদূরবন্ধুর্গতোহহং/যাচঞা মোঘাবরমধিগুণে নাধমেলব্ধকামা।।”প্রায় একই সুরে বিদ্যাপতিকেও বলতে শুনি “এ ভরা বাদর, মাহভাদর / শূন্য মন্দিরমোর।” …

Barsanmala | newsfront.co

বর্ষা মানেই উচ্ছল কালো মেঘ, ঝমঝম বৃষ্টির সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে থাকা প্রেম। এই প্রেমের মধ্যে রূপ-রস-কাম-গন্ধ সবই আছে। ভেজা মাটি, হাওয়ার পাশাপাশি আছে বিরহের দহনজ্বালা। অন্যদিকে, ফসল হলে চাষীর ঘরে মঙ্গল আনন্দ। বর্ষা তাই যেন এক ভরপুর জীবন। আর এহেন বর্ষাকে উদযাপন করতেই যৌথভাবে বিশেষ উদ্যোগ নিল ‘এসপিসি ক্রাফট ও ঘোষ কোম্পানি’।

শিল্পী শ্রাবণী সেন, সোহিনী সেনগুপ্ত ও সুজয়প্রসাদ চ্যাটার্জি-র পাঠে উঠে আসবেন ‘জয়-শক্তি-সুনীল’।সেলুলয়েডের ব্যোমকেশ এবং সত্যবতী অর্থাৎ আবির চ্যাটার্জি ও সোহিনী সরকারের যুগলবন্দী নিবেদনে থাকবে রবীন্দ্রনাথ থেকে জয় গোস্বামী, শক্তি ও সুনীলকে ছাপিয়ে ভিনদেশী ভাষায় কবিতা পাঠ।

আরও পড়ুনঃ আসন্ন অস্কারে আমন্ত্রিত আলিয়া-হৃত্বিক

অতুলপ্রসাদের গান থেকে ভানুসিংহের পদাবলী শোনাযাবে শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে। সেলুলয়েডের ব্যোমকেশ সত্যবতী অর্থাৎ আবির চ্যাটার্জি ও সোহিনী সরকারের যুগলবন্দী তে ধরাপড়বে বর্ষার আখ্যান।সমগ্র আলেখ্যটির সূত্রপাঠে থাকছেন অভিনেতা আবির চ্যাটার্জি।

অনুষ্ঠান নিয়ে সোহিনী সরকার জানান,”অনুষ্ঠানে থাকতে পেরেই ভালো লাগছে। এই পরিস্থিতিতে ডিজিটালেই অনুষ্ঠান করতে হচ্ছে। অনেক শুভেচ্ছা সকলকে।” শিল্পী শ্রাবণী সেনের কথায়, বর্ষা আমার প্রিয় ঋতু। আর আমার নামের সঙ্গেও বর্ষার একটা যোগ আছে। তায়, রবীন্দ্রনাথের গান। সুজয়ের অনুরোধ ফেলতে পারিনি। অনেক শুভকামনা রইল ওর জন্য।”

আরও পড়ুনঃ বাংলা ছবিতে ফের মিমি-নুসরত জুটি! থাকছেন যশ-ও

অভিনেতা আবির চ্যাটার্জি বলেন- “এসপিসি ক্রাফট ও ঘোষ কোম্পানির এই উদ্যোগকে স্বাগত। এই অনুষ্ঠান তখনই সফল হবে, যদি দর্শক আমাদের পাশে থাকেন। বহু গুণী শিল্পীআছেন এই অনুষ্ঠানে।”

স্বয়ং সুজয়প্রসাদ চ্যাটার্জি বলেন, “আবির এবং সোহিনী দু’জনেইবআমার খুব স্নেহভাজন।আবির এই অনুষ্ঠানে সূত্রপাঠ করবেন।আর সোহিনী সেনগুপ্ত আমার প্রিয়মানুষ।শ্রাবণী দি শোনাবেন রবীন্দ্রনাথের গান।সকলেরকাছে অনুরোধ, অনুষ্ঠানে যোগদিন।” ১১ জুলাই রাত ৮ টায় ‘এসপিসি ক্রাফট ও ঘোষ কোম্পানি’র ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে ‘বর্ষণমালা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here