বর্ষবরণে বিবিয়ানা, আয়োজনে পারমিতা

0
187

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা নববর্ষের পুণ্যলগ্ন মহা সমারোহে উদযাপন করতে এক দারুণ উদ্যোগ নিলেন লেখক তথা চিত্র পরিচালক পারমিতা মুন্সী ভট্টাচার্য। ‘বর্ষবরণে বিবিয়ানা’ শীর্ষক বাংলা ক্যালেন্ডার শুট হল তাঁরই ভাবনায়।

actress | newsfront.co

pallabi | newsfront.co

নববর্ষের নতুন আলোয় উজ্জ্বল এই ক্যালেন্ডার শ্যুট-এ ছিলেন পল্লবী চ্যাটার্জি, দেবলীনা দত্ত মুখার্জি, লাজবন্তি রায়, রেশমি মিত্র, পিয়ালি মুন্সী, লোপামুদ্রা দাস শর্মা, লেফটেন্যান্ট ডঃ মনামী সমাদ্দার, রূপা মজুমদার, রৌনক মজুমদার, সুকন্যা রক্ষিত গুপ্ত’র মতো প্রখ্যাত ব্যক্তিত্বরা।

এই ক্যালেন্ডার দ্বারা যে অর্থ সংগৃহীত হবে তার বৃহত্তম অংশ প্রাণী কল্যাণের কাজে ব্যয় করা হবে। প্রোডাকশন ডিজাইনে থাকছেন সুদীপ ভট্টাচার্য।পারমিতা মুন্সী ভট্টাচার্য জানালেন- “আমরা নববর্ষের আগমন আমাদের এই বিশেষ ক্যালেন্ডার শ্যুট দিয়ে উদযাপন করতে চলেছি। এই ক্যালেন্ডারে নারীকে ১২ টি অনন্য রূপে ধরা দিতে চলেছি আমরা।

shoot | newsfront.co

photo shhot | newsfront.co

তাদের এই রূপ গুলি প্রাচীন ভারতের ঐতিহ্য থেকে শুরু করে বর্তমানের নারী, সাহিত্যে নারীর প্রকাশ, সব ক্ষেত্রে ব্যক্ত। আমরা নান্দনিকতার পাশাপাশি এই ক্যালেন্ডারটি রিলিজের ক্ষেত্রে আরও একটি বিশেষ দিক মাথায় রেখেছি আমরা।

deblina | newsfront.co

women | newsfront.co

আমাদের এই ক্যালেন্ডার থেকে যে অর্থ আমরা পাব তার অধিকাংশটাই ব্যয় হবে প্রাণী কল্যাণের খাতে। পথবাসী প্রাণীদের কল্যাণের কথা মাথায় রেখে এই শুট করেছি আমরা। আশা করি মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারব।”

আরও পড়ুনঃ হিন্দি ছবি বানালেন পার্থসারথি জোয়ারদার

new bride makeup | newsfront.co

bride | newsfront.co

অন্য দিকে সুদীপ ভট্টাচার্য জানালেন- “বর্ষবরণে বিবিয়ানা শীর্ষক এই ক্যালেন্ডার শ্যুট এর মধ্যে দিয়ে আমরা আসন্ন এই বাংলা নববর্ষে নারীর নানান রূপ তুলে ধরতে চলেছি। আমাদের এই ক্যালেন্ডার শুট-এর পিছনে কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নেই।

আরও পড়ুনঃ শনের মনে ফাগুন

এই ক্যালেন্ডার শুট-এর মধ্যে দিয়ে আমরা যে অর্থ সংগ্রহ করতে চলেছি তার অধিকাংশই সমাজ কল্যাণ মূলক কাজে ব্যয় করা হবে। এই মহৎ উদ্দেশ্যের মূল কাণ্ডারি আমার স্ত্রী পারমিতা মুন্সী ভট্টাচার্য। আমি এই ক্যালেন্ডার শুট-এর প্রোডাকশন ডিজাইন করেছি। আশা করি মানুষ এই মহৎ উদ্দেশ্যের পাশে থাকবেন। সকলকে নব বর্ষের হার্দিক শুভ কামনা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।”

‘শিবানী মুন্সী প্রোডাকশন’- এর সহযোগিতায় এই ক্যালেন্ডারের সৃজন পরিচালনায় পিয়ালী মুন্সী। পোশাক ডিজাইন করেছেন ইরানী মিত্র, ঐতিহ্যবাহী গহনা দিয়ে সাজিয়েছেন পূজা চ্যাটার্জি, সমকালীন গয়নায় মডেলকে সাজিয়েছেন প্রগতি চৌধুরী, বিশেষ সহায়তায় শুভাশিষ সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here