জাতীয় স্তরে বাংলার কোচ নির্বাচিত হলেন দিনাজপুরের বরুণ দাস

0
205

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের প্রত্যন্ত গ্রাম ঢাকঢোল উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক বরুন দাস ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের বাংলা দলের খো-খো খেলার কোচ হিসেবে নির্বাচিত হলেন ক্রীড়া শিক্ষক বরুণ দাস।

sports
ক্রীড়া শিক্ষক ও কোচ বরুণ দাস। নিজস্ব চিত্র

জাতীয় স্তরের খো-খো খেলা শুরু হচ্ছে ছত্রিশগড়ের নারায়ণপুরে।আগামী ১৭ই ডিসেম্বর থেকে ২০ শে ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্তরের এই খো-খো খেলা চলবে।ঢাকঢোল উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক বরুণ দাস জানালেন তিনি ১২জনের বাংলা দলের খো-খো খেলোয়ারদের নিয়ে শুক্রবার হাওড়া থেকে ছত্রিশগড় এর উদ্দেশ্যে রওনা দিলেন।কোচ বরুন দাস তিনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গাও স্পোর্টস একাডেমির একজন দক্ষ খো-খো কোচ।এছাড়াও তিনি ডালিমগাও স্পোর্টস একাডেমির একজন কর্নধারও বটে। ক্রীড়া শিক্ষক তথা কোচ বরুন দাস জানালেন তাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য তিন গর্ববোধ করছেন।

আরও পড়ুনঃ অনূর্ধ্ব চোদ্দ ক্রিকেট আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে প্রাক্তন ক্রিকেটার শুক্লা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here