পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ
কোন লুকোচুরি নয় সরাসরি নিজের বিয়ের কথা জানালেন অভিনেতা বরুন।বলিউড জুড়ে চলছে বিয়ের ধুম।রণবীর-দীপিকা নিক-প্রিয়াঙ্কা, অর্জুন-মালাইকাদের পর এবার বিয়ের জন্য প্রস্তুতি চলছে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের।সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে এমনই ইঙ্গিত দিলেন বরুণ।
জানা গেছে শিগগিরই নাকি ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন বরুন।বরুণের সামনে বিয়ের কথা বলেন শো-এর পরিচালক করণ জহর।আর সেখানেই কোনও লুকোচুরি না করে নাতাশাকে বিয়ে করছেন বলে স্পষ্ট জানান বলিউডের এই তরুণ অভিনেতা। তবে অন্য দের মতো তিনি নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখতে চাননি বরুন।তিনি সরাসরি নিজের প্রেমের গল্প শেয়ার করলেন কফি উইথ করণ’-এ।বরুনের এই প্রেমের কাহিনী ফাঁস হতে বলিউড জুড়ে এখন হইচই তবে ছোটবেলার বান্ধবীকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে বরুন যে খুব উৎসাহী তা বলা যেতেই পারে।তবে এখনো বিয়ের তারিখ নিয়ে তিনি কোন কিছু জানাননি তবে আশা করা যায় আগামী বছরই তিনি ও খুব শিগগিরই গাঁটছাড়া বাঁধবেন তার পুরনো বান্ধবী নাতাশার সাথে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584