নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শীত পেরিয়েই বসন্তের আগমন হয়,আর বসন্তকাল মানে পত্র পুষ্পে ভরে থাকে গোটা পৃথিবী,আর এই বসন্ত তিথি ধরেই পূর্ব মেদিনীপুর জেলার শান্তিপুর এলাকায় এক ক্লাব সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় সম্প্রীতি ও বসন্ত উৎসব।
এই বছর ১১ তম বর্ষে পদার্পণ করল এই বসন্ত উৎসব। প্রত্যেক বছরের মতো এ বছরও মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে সম্প্রীতি ও বসন্ত উৎসব, যেখানে মানুষের সঙ্গে ভেদাভেদকে ভুলে একসাথে সম্মিলিত হয়ে এই উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে থাকে গোটা এলাকাবাসী।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্প্রীতি ও বসন্ত উৎসব পালন করা হয়, জানা গেছে এই ক্লাব সংগঠন সারা বছরই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, কখনো দেখা গেছে গরিব মানুষের পাশে দাঁড়াতে আবার কখনো দেখা গেছে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে,নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে।
এলাকার বিশিষ্ট সমাজসেবক মানুষদের সমাজসেবক রত্ন দেয়া হয় এদিন, জানা গেছে দুদিন ধরে চলবে এই সম্প্রীতি ও বসন্ত উৎসব, এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এসডিপিও অতিশ বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে বলেন এটা শুধুমাত্র সম্প্রীতি উৎসব যেখানে মানুষ নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে উৎসবে আত্মহারা হয়ে থাকে দুদিন ধরে, তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সব সময় আছে তাদের পাশে অর্থাৎ এলাকাবাসীর পাশে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে লোকসংগীত উৎসব
তিনি আরো বলেন যেভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা বিভিন্ন খবর কে আমরা ফরওয়ার্ড করে থাকি কিন্তু এটা করা যাবেনা কারণ বর্তমানে সময় খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না জেনে কোন কিছু ভাইরাল করবেন না। করতে হয় ভালো কাজগুলোকে করুন সমাজসেবামূলক কাজগুলোকে ফরোয়ার্ড করুন বা শেয়ার করুন কোন গুজবে কান দেবেন না।
এভাবেই সাধারণ মানুষকে সচেতন করলেন পূর্ব মেদিনীপুর জেলার এসডিপিও অতিশ বিশ্বাস। তবে যাই হোক দুদিন ধরে এই সম্প্রীতি ও বসন্ত উৎসব যে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584