করোনা ভাইরাসের জেরে স্থগিত এবারের বসন্ত উৎসব

0
50

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গেল এবারের বসন্ত উৎসব। শুক্রবার মঞ্জুরি কমিশন থেকে একটি চিঠি বিশ্বভারতীতে এসে পৌঁছায়।

সেখানে সচিব রজনীশ জৈন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্দেশিকা পাঠান প্রচুর মানুষ জমায়েত থেকে বিরত থাকার। এই চিঠি হাতে আসার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তড়িঘড়ি বিকেল তিনটের সময় বৈঠক ডাকেন।

basanta utsav cancelled for coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

বৈঠক উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ইসি কমিটির সদস্য ডক্টর সুশোভন বন্দোপাধ্যায় তেমনই বিশ্বভারতীর আচার্য্য তথা ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি সহ অন্যান্য সদস্যবৃন্দ। দীর্ঘ সাড়ে চার ঘন্টা ম্যারাথন বৈঠক শেষ হবার পর বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানিয়েছেন এ বছরের মতো বসন্ত উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রবীন্দ্রভারতী কাণ্ডে ক্ষমা চাইতে এসে সিঁথি থানায় গ্রেফতার ৫ ছাত্রছাত্রী

পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার এবং বীরভূমের জেলাশাসক সম্পূর্ণভাবে বিশ্বভারতীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসন্ত উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য উদার ভাবে সহযোগিতা করেছে তার জন্য রাজ্য সরকারকে বিশ্বভারতীর তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ ও সাধুবাদ জানানো হচ্ছে। বিশ্বভারতীর ইসি কমিটির সদস্য ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বোলপুরে বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বসন্ত উৎসব কে সফল করার জন্য সীমাহীন পরিশ্রম করেছেন।

রাজ্য সরকারের কাছে বিশ্বভারতী কৃতজ্ঞ কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সচিবের কাছ থেকে নির্দেশিকা আসার পরে কোনভাবেই বসন্ত উৎসবকে বাস্তব রূপ দেওয়া গেল না, যা পরিস্থিতি তাতে কোনভাবেই বসন্ত উৎসব কে কলুষিত করা যাবেনা। তার থেকেও অনেক ভালো, মানুষের প্রাণ বাঁচানো। শুক্রবারের বৈঠকে নানানভাবে প্রচেষ্টা চালানো হয়েছে।

যাতে বসন্ত উৎসব পালন করা যায়। কিন্তু কোনভাবেই তা সম্ভব হলো না কারণ বসন্ত উৎসবে স্বাদ আস্বাদন করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্র অনুরাগী পর্যটক এসে ভিড় জমান সেখানে। একটি ছোট্ট শিশুর শরীরে এই ভাইরাস প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। ডাক্তার হয়ে কোনভাবেই কোন মানুষের মৃত্যুর ঝুঁকি নিতে পারিনা। বসন্ত উৎসব সবার জন্য। কয়েক লক্ষ মানুষের হৃদয় হয়তো ভেঙে যাবে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা নিশ্চয়ই বুঝবেন তাদেরই জীবন সুরক্ষিত করার জন্য বিশ্বভারতীকে বসন্ত উৎসব স্থগিত রাখার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদরা বসু জানিয়েছেন, বসন্ত উৎসব বিশ্বভারতী নিজস্ব অনুষ্ঠান। এবারে বিশ্বভারতী তরফে রাজ্য সরকারের সাহায্য চাওয়া হয়েছিল বীরভূম জেলা প্রশাসন সব রকম সাহায্যের জন্য প্রস্তুত ছিল।

আরও পড়ুনঃ বিধাননগরে বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল ছাত্রীদের

শুনলাম করোনা ভাইরাস এর জন্য বসন্ত উৎসব বিশ্বভারতী কর্তৃপক্ষ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর জানিয়েছেন যেখানে মানুষের প্রাণসংশয়ের ঝুঁকি আছে, সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বসন্ত উৎসব স্থগিত রেখে। এবারের মতো বসন্ত উৎসব স্থগিত হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর মুষরে পড়েছে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা।

বিশেষত সঙ্গীত ভবনের ছাত্রীরা বসন্ত উৎসবের জন্য দীর্ঘ এক মাস ধরে চর্চা করছিল। শুক্রবারে সন্ধ্যায় বসন্ত উৎসবের বাতিলের খবর কানে আসতেই ভেঙে পড়ে অনেকেই ছাত্রীদের দাবি তারা মনেপ্রাণে চান বসন্ত উৎসব অনুষ্ঠিত হোক এমনকি অনেকে বলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখেন তাহলে ভালো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here