পুজোর গানঃ প্রতীকের সুরে তনুশ্রীর কণ্ঠে ভালোবাসার গান

0
219

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকারের নতুন সিঙ্গেল ‘বাসছি ভালো গানে গানে’ রিলিজ করল সম্প্রতি। এবারের পুজোয় পর পর ৫ টি গান মিউজিক চার্টস- এ ট্রেন্ডিং হওয়ার পর ২২ অক্টোবর টলিউডের সঙ্গীত পরিচালক তথা গায়ক প্রতীক কর্মকারের নতুন গান ‘বাসছি ভালো গানে গানে’ প্রকাশিত হল প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি ‘পি আর স্টুডিওজ’ থেকে। গানটি গেয়েছেন শিল্পী তনুশ্রী বসু।

Tanusri Basu | newsfront.co

প্রসঙ্গত, ১১২ টি ফিল্মি ও নন-ফিল্মি গান প্রকাশ করল প্রতীকের হাত ধরে। প্রতীক নিজে একজন মিউজিক ডিরেক্টর হওয়ার পাশাপাশি ‘পি.আর.স্টুডিও’জ’ নামক মিউজিক কোম্পানির কর্নধারও বটে। নবাগতা তনুশ্রীর এটি প্রথম অ্যালবাম। কেরিয়ারের শুরুতেই প্রতীকের মতো একজন সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনি।

Pratik | newsfront.co

প্রতীক জানিয়েছেন, তিনটি নতুন বাংলা ছবির কাজের জন্য সই সাবুত সেরেছেন তিনি। ২০২১-এ সব কটি ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুনঃ পুজোয় দেখুন চালতা বাগান দুর্গাপুজো কমিটির শর্ট ফিল্ম

Pratik Karmakar | newsfront.co

‘বাসছি ভালো গানে গানে’ গানটি ১০ ঘন্টার মধ্যে জিওসাভন এবং অন্যান্য ডিজিটাল মিউজিক স্টোর-এ সব মিলিয়ে ৭০০০ প্লেস পার করে ফেলেছে । আগামীতে প্রতীক ও তনুশ্রী জুটি আরও ভাল ভাল গান শ্রোতাকে উপহার দিতে আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here