রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
শুক্রবার ভোরে বাসিরুলকে তার নিজের বাড়ি পৌঁছে দিলো এয়ারপোর্ট থানার পুলিশ। মৃত ব্যক্তিদের সঙ্গে কাশ্মীরে একই ঘরে থাকতেন গ্রামের আরোও এক যুবক বাসিরুল সরকার। কাশ্মীরে কুলগ্রামে জঙ্গি হানা চলাকালীন বাসিরুল খাবার আনতে বাইরে গিয়েছিল। ফিরে এসে সে দেখে তাদের সঙ্গীদের খুন করা হয়েছে।
তখনই জ্ঞান হারিয়ে যায় বাসিরুলের। ৩০ অক্টোবর তাকেও কাশ্মীর থেকে আনা হয়েছিল কলকাতায়। ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। গতকাল বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এয়ারপোর্ট থানা তাকে নিয়ে শুক্রবার ভোরে সাগরদিঘি থানার বাহালনগরে নিজের বাড়িতে পৌঁছে দেন।
আরও পড়ুনঃ এসএসকেএমে চিকিৎসাধীন জহিরুদ্দিন, স্বামীর পথ চেয়ে অপেক্ষা পারমিতার
বাসিরুলকে ফিরে পেয়ে তার পরিবারের লোকজনের খুশিতে চোখে জল আসে। মৃত্যুকে ফাঁকি দিয়ে বাসিরুল ফিরে আসতে সক্ষম হয়েছে তার পারিবারে কাছে। ভাত আনতে ঘরের বাইরে যাওয়া—একটুর জন্য তাকে জঙ্গীদের আক্রমণ থেকে বাঁচিয়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584