নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি প্রকাশ পেল অভিনেত্রী পায়েল সরকার রচিত ‘বাস্তব’। রিলিজের একদিন আগে থেকেই শুরু হয় প্রি বুকিং। গত ২৪ ঘন্টায় বুকিং ৪০ শতাংশ ছাড়িয়েছে। একাধারে পায়েল যেমন অভিনেত্রী, নৃত্যশিল্পী তেমনি আবার একজন সমাজসেবী।
এক স্বনামধন্য বেসরকারি চ্যানেলের পক্ষ থেকে ২০২০ সালের ‘আজকের সেরা নারী’র শিরোপা পান পায়েল। শুধু তাই নয়, লন্ডনের ‘ইন্ডিয়ান অ্যাচিভার্স আওয়ার্ড’ থেকে ৪১ তম সেমিনারে ‘বেস্ট সোশ্যাল ওয়ার্কার ২০২০’ হিসেবে বিবেচিত হন তিনি।
বাংলা টেলিভশনের ব্যস্ত অভিনেত্রী তিনি। পার্শ্বচরিত্রে বাজিমাত করেন তিনি। পায়েল অভিনীত টেলিসোপের সংখ্যা কম নয়।
আরও পড়ুনঃ ‘এসপিসিক্রাফট’ ও ’ঘোষ কোম্পানি’-র নতুন প্রয়াস ‘বর্ষণমালা’
লেখালিখি সবসময় করতে অভ্যস্ত তা নয়। তবে, ভাল লাগে। আর তারই প্রকাশ ‘বাস্তব’এ। জন্ম-মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ের কথা নিয়ে এই বই। অভিনেত্রীর নিজেকে এহেন অন্য খাতে বয়ে নিয়ে চলার প্রয়াসকে তারিফ দিতেই হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584