পাত পেড়ে খেয়েই চলে গেলেন! শোনেননি কথা, শাহর বিরুদ্ধে অভিযোগ বাউল শিল্পীর

0
91

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ঘরে রোজের ভরসা তৃণমূল সরকারের ‘খাদ্যসাথী’ র চাল কিন্তু একবেলার অতিথি হয়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই মিনিকেট চালের ভাত খাইয়েছিলেন বাসুদেব দাস বাউল। বোলপুরে শ্যামবাটিতে অমিত শাহের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি বাউল শিল্পী। স্বরাষ্ট্রমন্ত্রী পাত পেড়ে তৃপ্তি করে খেলেন-দেলেন, কিন্তু হল না গৃহকর্তার সাথে বাক্যালাপ।

Amit Shah in Basudeb Das Baul's home | newsfront.co

অনেক সুখ-দুঃখের কথা বলবার ছিল, কিন্তু সুযোগই পেলেন না শিল্পী বাসুদেব দাস বাউল। সেই বাউল শিল্পীই এবার মুখ্যমন্ত্রীর পাল্টা রোড শোয়ে গান গাইবেন। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পীকে পাশে বসিয়ে ঘোষণা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। পাশাপাশি তাঁর মেয়ের উচ্চশিক্ষারও বন্দোবস্ত করলেন অনুব্রত।

গত রবিবার তাঁর বাড়িতেই সপার্ষদ মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। লকডাউনে রাজ্য সরকারের দেওয়া রেশনে বিনামূল্যে পাওয়া ‘খাদ্যসাথী’ র চাল এবং বাউল শিল্পীদের ভাতাই ছিল সম্বল। তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন বলে বাজার থেকে মিনিকেট চাল এনে পঞ্চব্যঞ্জনে আপ্যায়ন করেছেন। তাঁর হৃদমাঝারে গানের সুরে মজেন শাহ-বিজয়বর্গীয়রা। হয়েছে যথাবিহিত ফটোশুট।

আরও পড়ুনঃ ঝগড়ুটে, মারধর করত সুজাতার বিরুদ্ধে আইনি নোটিসে অভিযোগ সৌমিত্রর

কিন্তু কপাল মন্দ বাউল শিল্পীর, খাওয়া-দাওয়া সেরে, গান শুনে দ্রুত রওনা দেন মন্ত্রিমশাই ও তাঁর দলবল। কোনও কথাই হয়নি সেভাবে গৃহকর্তার সঙ্গে। এমনকি পরে বিজেপি নেতারাও আর খোঁজ নেননি বলে আক্ষেপ করলেন শিল্পী বাসুদেব দাস বাউল।

আরও পড়ুনঃ নয়া আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনকে সর্মথন চিপকো নেতা সুন্দরলালের

এম-এ পাশ কন্যার উচ্চশিক্ষার জন্য তদ্বির করবেন ভেবেছিলেন বাবা, তিনি সাংবাদিকদের জানান “ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চেয়েছিলাম মেয়ের উচ্চশিক্ষার ব্যাপারে। মেয়েটাকে টাকার অভাবে বি-এড করাতে পারিনি। কিন্তু সে কথা আর বলা হল কই!” ক্ষোভের সুর বাউল শিল্পীর গলায়।

বোলপুরে জেলা তৃণমূলের পার্টি অফিসে বসে বাসুদেববাবুর অনুযোগ শুনে শিক্ষা সেলের দায়িত্বে থাকা নেতাকে অনুব্রতর তৎক্ষণাৎ নির্দেশ, বাসুদেব বাবুর মেয়ের বি-এড প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে। দল তাঁকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাসও দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here