চতুর্মুখী লড়াইয়ে রায়গঞ্জ আসন

0
106

পিয়া গুপ্তা, রায়গঞ্জঃ

battle For the Raiganj seat
ছবিঃ প্রতিবেদক

রায়গঞ্জ তুমি কার? হ্যাঁ ঠিক যেন এমনই প্রশ্ন এখন সবার মুখে মুখে।রায়গঞ্জ লোকসভা এবার কার দখলে?সপ্তদশ লোকসভা নির্বাচন এ দেশে আরো একবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ফেরে নাকি,মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের আঞ্চলিক দলগুলির জোট সরকার ক্ষমতায় আসে,নাকি ৫ বছর বাদে আবারো কংগ্রেস সরকার আসবে – সকলের নজর এখন সেদিকেই।অন্যদিকে এই ভোটের ময়দানে বাংলার রাজনীতিও জমজমাট –
রায়গঞ্জ লোকসভায় এবারের চতুর্মুখী লড়াই এ মাঠে নেমে পড়েছেন চারদলের চার প্রার্থী এবারে ভিন্ন ভিন্ন ইস্যু কে সামনে রেখে ভোট প্রচারে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।এবারে একদিকে যেমন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ইসলামপুরের দাড়িভিট ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা আসনে নির্বাচনী প্রচার চালাবে,ঠিক অপরদিকে প্রিয়রঞ্জন দাশ মুন্সীর সপ্ন এইমস গড়ে তোলার তাগিদে এবারে নির্বাচনে ভোট প্রচারে বাড়ি বাড়ি যাবেন কংগ্রেসের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিপা দাশ মুন্সী।অন্যদিকে ভূমিপুত্র কানাইলাল আগারওয়াল দিদির ঝুলিতে নতুন আসন এনে দেওয়ার সংকল্পে এগোচ্ছেন।অপরদিকে বহিরাগত মহম্মদ সেলিম পাঁচ বছরে রায়গঞ্জকে ঘর বাড়ি বানিয়ে ফেলে আসন ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন।তবে এবারে দেখার পালা অবশেষে কার ডাকে সাড়া দেয় সাধারন মানুষ।
বিজেপি পার্থী দেবশ্রী চৌধুরী
পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা।দেবশ্রী চৌধুরীর পড়াশুনা বালুরঘাট কলেজে।পরবর্তীতে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেন।প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, ‘দল আমাকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। দাড়িভিটে গুলিতে দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে।আমরা এর বিচার চাই।এই ইস্যুকে সামনে রেখেই প্রচার চালাব।উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি।কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার হবে।তাই সর্বোচ্চ উন্নয়নের স্বার্থে আমাদের সঙ্গে ভোটারদের থাকার কথা বলব।’ বিজেপি প্রার্থীর দাবি রায়গঞ্জ কেন্দ্র আগের চেয়ে অনেক অংশে মজবুত। তাই এবারে বহু ভোট পেয়ে তিনি জিতবেন এমনই দাবি রায়গঞ্জ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

আরও পড়ুনঃ প্রার্থীর অভ্যর্থনায় স্টেশনেই ভিড় জমালেন কর্মী সমর্থকরা

অবশ্য তৃণমূলের কানাইলাল আগারওয়াল জানান,দেবশ্রী দাঁড়িয়ে সুবিধা না অসুবিধা হবে তা কি করে বলি তবে বিজেপি প্রার্থী বাছা ভালো হয়নি এমনি জানিয়েছেন তৃণমূলের রায়গঞ্জ লোকসভার প্রার্থী কানাইলাল আগারওয়ালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here