পিয়ালী দাস,বীরভূমঃ
রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বোলপুর সিয়ান হাসপাতালের সামনে বিজেপি কর্মী স্বরূপ গড়াই এর মৃতদেহ নিয়ে।দিনভর বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবার জন্য একাধিক প্রচেষ্টা বিফলে গেল বীরভূম জেলা পুলিশের।
নানুরে বিজেপি কর্মী স্বরূপ গড়াই এর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি এমনটাই দাবি বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহের।বর্তমানে এর মৃতদেহ বোলপুর সিয়ান হাসপাতালে মর্গে রয়েছে,বীরভূম জেলা পুলিশের তরফে মৃত স্বরূপ গড়াই এর পরিবারকে মৃতদেহ নেবার জন্য বারবার অনুরোধ করলেও প্রত্যেকবারই তাড়া মৃতদেহ নিতে অস্বীকার করে।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান আইন মেনে মৃতদেহ কলকাতা থেকে বোলপুরে আনা হয়েছে এবং পরিবারের হাতে তুলে দেবার প্রক্রিয়া সম্পন্ন করা আছে কিন্তু তারা বারবারই মৃতদেহ নিতে অস্বীকার করছে।সিয়ান হাসপাতাল সূত্রে খবর যেহেতু মৃত ব্যক্তি খুন হয়েছেন তাই পুলিশের নির্দেশ ছাড়া তাদের পক্ষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরিত করা নিয়ে রণক্ষেত্র গোয়ালডাঙ্গা এলাকা
মঙ্গলবার ভোররাতে কলকাতা থেকে রাজ্য পুলিশের বিশাল কনভয় বিজেপি কর্মী স্বরূপ গড়াই এর মৃতদেহ বোলপুরে নিয়ে আসে পরে নানুর থানার পুলিশ মৃত ব্যক্তির পরিবারের কাছে অনুরোধ জানায় মৃতদেহটি নেবার কিন্তু তারা নিতে রাজি হননি তারপর রামকৃষ্ণপুর গ্রামে পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় মৃতদেহটি নিয়ে সৎকার করার জন্য কিন্তু তবুও মৃতদেহ নিতে এগিয়ে আসেনি পরিবার বা গ্রামের কোন সদস্য।এদিকে সকাল থেকে বিজেপির একগুচ্ছ নেতা নানা রকমের ফন্দি ফিকির করে মৃতদেহটি আটকে রেখেছে বিকেল গড়াতেই নানুর বোলপুর রাস্তা অবরোধ করে বিজেপি।
পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও বিজেপি নেতা অনুপম হাজরা ও সৌমিত্র খাঁ কোনোভাবেই অবরোধ তুলতে রাজি হয়নি রাস্তার উপরে শুকনো গাছের ডাল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।বীরভূম জেলা পুলিশের দাবি করা হয় বিজেপি যে অভিযোগ করছে স্বরূপ গড়াই এর খুনের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি তা সর্বৈব মিথ্যে ইতিমধ্যে খুনের সাথে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ আরো বলেন এই খুনের ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় রাতের অন্ধকারে কে বা কারা স্বরূপ গড়াই কে গুলি করেছে সেটা নিশ্চিত করে কিভাবে বলছে বিজেপি নোংরা রাজনীতি করছে বিজেপি অবরোধ করে সাধারণ মানুষকে বিপদে ফেলছে যোগ্য সময় এলে মানুষ এর জবাব দিয়ে দেবে।শেষ খবর পাওয়া অব্দি বোলপুর নানুর রাস্তা অবরোধ করে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অনুপম হাজরা ও সৌমিত্র খাঁ এর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপি কর্মীরা।
বীরভূম জেলা বিজেপি সভাপতি রামপ্রসাদ মন্ডল বলেন, “নিশ্চয়ই আমরা মৃতদেহ গ্রহণ করব পাশাপাশি পুলিশ যেভাবে কলকাতা থেকে স্বরূপের দেহকে চুরি করে নিয়ে আসছে সেটা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584