পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
একদিকে রয়েছে যুবশ্রী অপরদিকে রয়েছে সবুজশ্রী। দুটোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। আর এই দুই প্রকল্পের মধ্যে লড়াই হচ্ছে এবার মাঠে। দর্শক আসনে তৃণমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল। হ্যাঁ কালিয়াগঞ্জ থানার উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে অভিনব এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কালিয়াগঞ্জের আমবাগান মাঠে। সেখানে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কালিয়াগঞ্জ পুরসভারই সবুজশ্রী ক্রিকেট টিম ও যুবশ্রী ক্রিকেট টিম।
আর এই টিমের খেলা দেখতে হাজির ছিলেন পুরপতি কার্তিক পাল নিজেই। কাকে সাপোর্ট দিবে সে প্রথম দিকে একটু ধন্দে থাকলেও পরবর্তীতে তিনি বলেন দুটোই যখন কালিয়াগঞ্জ পুরসভার টিম তখন তাদের দুজনের দেখেই তার সমান সাপোর্ট থাকবে। আজকের এই খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক এসেছিল। এক সাক্ষাৎকারে পুরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ থানার উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা খুবই মহতী উদ্যোগ। এই ধরনের উদ্যোগ নেওয়ার ফলে খেলাধুলা চর্চার ক্ষেত্রে কালিয়াগঞ্জের ক্রিকেট খেলোয়াড়েরা যেমন উৎসাহিত হবে তেমনই পুলিশ যে কারও শত্রু নয় তারাও সকলের বন্ধু সেটাও প্রমাণিত হবে আরেকবার।
তিনি কালিয়াগঞ্জ থানার আইসিকে অভিনন্দন জানিয়ে বলেন এই ধরনের টুর্নামেন্ট করার ক্ষেত্রে তিনি যেভাবে এগিয়ে এসেছেন তাকে সাধুবাদ জানাতেই হবে। এদিন ফাইনাল খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি আশীষ দোলুই, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল, জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ, কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ। উল্লেখ্য কালিয়াগঞ্জ থানার উদ্যোগে এই টুর্নামেন্টে গত সাতদিন ধরে অনুষ্ঠিত হয়। যেখানে ১৬ টি টিম অংশগ্রহণ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584