বাউল গান ও নাটকের মেলবন্ধনে মনোজ্ঞ সন্ধ্যা

0
164

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ম্যাকবেথ এবং বাউল গান এই ভরা বসন্তে দাগা নিকুঞ্জের লনে বসে বাউল গান শোনা সত্যিই দুর্লভ অভিজ্ঞতা। তার সঙ্গে যদি থাকে শেক্সপিয়ারের নাটকের বাংলা রূপান্তর, তবে তো আর কথাই নেই।…’অলকা জালান ফাউন্ডেশন’ এবং ‘প্রভা খৈতান ফাউন্ডেশন’-এর ‘সুর এবং সাজ’ এর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হল বাউল গান ও নাটকের ব্যতিক্রমি এক সন্ধ্যা।

baul song | newsfront.co

 

actor | newsfront.co

শুরুতেই বাউল গানে মাতালেন গিরিশ দাস বাউল ও সম্প্রদায়। ‘তোমায় হৃদমাঝারে রাখবো’ সহ বেশ কিছু বাউল গানে তারা মুগ্ধ করল শ্রোতাকে। দ্বিতীয় পর্বে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক- ‘ম্যাকবেথ’-এর বাংলা রূপান্তর। পরিবেশনে ‘তেপান্তর’ নাট্য গ্রামের ‘এবং আমরা’ থিয়েটার ‘রেপাটরি’।

actress | newsfront.co

acting | newsfront.co

প্রসঙ্গত, ‘ম্যাকবেথ’ নিয়ে বাংলা থিয়েটারে অনেক কাজ আগেও হয়েছে। নবতম ‘ম্যাকবেথ’-এর নাট্যকার তথা পরিচালক কল্লোল ভট্টাচার্য। ১৯৯৪ থেকে তিনি তেপান্তর নাট্য গ্রামের আশপাশের মানুষ জনদের নিয়ে বিভিন্ন প্রযোজনা সমাদৃত হয়েছে।

drama | newsfront.co

‘ম্যাকবেথ’ নাটকের নাটকীয় মুহুর্ত গুলো দাগা নিকুঞ্জের খোলা মঞ্চে অন্য মাত্রা পেয়ে যায়। ছিল একাধিক চরিত্রের আনাগোনা। কারো অভিনয়ে কোথাও এতটুকু পদস্খলন লক্ষ্য করা যায়নি। উচ্চারণও নিখুঁত। এতে পরিচালকের পরিশ্রম ও সার্থকতারই পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুনঃ ছোটে ওস্তাদদের নাচের মঞ্চে আজ অঙ্কুশ

ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথে চরিত্রে সুফি মোরসেদুল আরেফিন ও তনুশ্রী ভট্টাচার্য অভিনয়ে রেশ রেখে যান। অন্যান্য প্রধান চরিত্রগুলিও যথাযথ। সমগ্র অনুষ্ঠানের পরিচালক এবং কিউরেটর সঙ্গীতা বসু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here