সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

জমি নিয়ে বিবাদের জেরে বৌমার হাতে আক্রান্ত শ্বশুর।ঘটনাটি ঘটেছে,দঃ ২৪ পরগনা ক্যানিং মালীরধার গ্রামে।আহত বৃদ্ধ নারায়ন মন্ডল(৭০) ।পরিবার সূত্রে খবর ভবোঘুরে ভাইপো নিমাই মন্ডলকে ঘর করে নিজের জায়গার উপর থাকতে দেন কাকা নারায়ন মন্ডল।কিন্তু কিছু দিন পরে সেই জায়গা অন্যের কাছে বিক্রি করে দেন ভাইপো নিমাই।আর এই খবরটা কানে যায় কাকার।

এরই প্রতিবাদ করতে ভাইপোর বাড়িতে ছুটে যান কাকা নারায়ন মন্ডল।তাতে দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।এরপর পিছনের দিক দিয়ে হঠাৎ লাঠি দিয়ে মারতে শুরু করে নাতি প্রসেন মন্ডল। তারপরেও বৃদ্ধ শ্বশুর কে মারতে পিছুপা হলো না বৌমা সরস্বতী মন্ডল।
আরও পড়ুনঃ আক্রান্ত ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী

ঝাঁটা নিয়ে আহত বৃদ্ধ শ্বশুরকে এলোপাতারি মারতে থাকে বৌমা। নাতি ও বৌমার মারে ঘটনা স্থলে জ্ঞান হারিয়ে ফেলেন বৃদ্ধ।এরপর ঘটনাস্থল থেকে আহত বৃদ্ধ কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।এবিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ খোঁজখবর শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584